X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গতবছর চীনে দুর্নীতির মামলা বেড়েছে প্রায় এক-তৃতীয়াংশ

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৭, ১৫:০১আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৫:০৩
image

চাও জিয়ানমিং চীনে দুর্নীতিবিরোধী অভিযান চলমান থাকায় গতবছর আদালতে নথিভুক্ত দুর্নীতি মামলার সংখ্যা প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। রবিবার দেশটির এক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, ‘চীনে দুর্নীতির ভিত্তি অনেক শক্ত। তাই এই অভিযান চলমান থাকতেই হবে।’

উল্লেখ্য, চার বছর আগে প্রেসিডেন্টের ক্ষমতায় আসা শি জিনপিং প্রথম থেকেই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। দুর্নীতির অভিযোগ বাড়তে থাকায়, তা দেশটির ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টিকেও প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।

দুর্নীতির অভিযোগে কমিউনিস্ট পার্টি ও সরকারের বেশ কয়েকজন ক্ষমতাবান ও ধনী ব্যক্তির কারাদণ্ড হয়েছে। এদের মধ্যে সাবেক অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ঝৌ ইয়ংকাংও রয়েছেন।

দেশটির পার্লামেন্ট চীনা ন্যাশনাল কংগ্রেসে প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে প্রধান বিচারপতি ঝৌ কিয়াং জানান, ২০১৬ সালে প্রায় ৪৫ হাজার দুর্নীতির অভিযোগ নথিভুক্ত হয়েছে, যেখানে এসব দুর্নীতিতে ৬৩ হাজার মানুষের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব মামলায় কতজন দোষী সাব্যস্ত হয়েছেন, বা কতজনের কারাদণ্ড হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

জ্যেষ্ঠ আইনজীবী চাও জিয়ানমিং জানান, তাদের দুর্নীতিবিরোধী পদক্ষেপ দুর্বল হয়ে পড়বে না। তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান থেকে আমরা সরে আসব না।’

২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দুর্নীতির নথিভুক্ত অভিযোগ প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে।

২০১৫ সালে চীনে জাতীয় নিরাপত্তায় বিঘ্ন ঘটানো, জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদ প্রভৃতি অভিযোগে প্রায় ১৪ হাজার মানুষকে আদালতে অভিযুক্ত করা হয়। ২০১৪ সালের তুলনায় যা প্রায় দ্বিগুণ।

সূত্র: রয়টার্স।

/এসএ/ 

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া