X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তুর্কি মন্ত্রীকে বহিষ্কারের জের: নেদারল্যান্ডসে এরদোয়ানপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

বিদেশ ডেস্ক
১২ মার্চ ২০১৭, ১৭:১১আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৭:১৪

তুর্কি মন্ত্রীকে বহিষ্কারের জের: নেদারল্যান্ডসে এরদোয়ানপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ তুর্কি মন্ত্রীকে বহিষ্কারের জের ধরে নেদারল্যান্ডসে তুরস্কের দূতাবাসের সামনে এরদোয়ানপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারী প্রায় ১ হাজার মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও ঘোড়া ব্যবহার করে। তুরস্ক-নেদারল্যান্ডসের চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে শনিবার এ সংঘর্ষের ঘটনা ঘটল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তুরস্কের পরিবারমন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া সড়ক পথে রটেরডাম পৌঁছান। শনিবার শহরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সমর্থনে আয়োজিত একটি র‌্যালিতে যোগ দিতে চেয়েছিলেন এই তুর্কি মন্ত্রী। ডাচ সরকার নিরাপত্তার আশঙ্কায় আগেই র‌্যালিটি নিষিদ্ধ করে। ডাচ কর্তৃপক্ষ তাকে রটেরডাম উপ-দূতাবাসে প্রবেশ করতে দেয়নি এবং পুলিশি পাহারায় নেদারল্যান্ডস থেকে জার্মান সীমান্তে পৌঁছে দেওয়া হয়। এর ফলেই তুর্কি উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ করেন এরদোয়ানপন্থীরা।

এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বিমানযোগে নেদারল্যান্ডস আসতে বাধা দেওয়া হয়।  তিনি এখন ফ্রান্সে পৌঁছার চেষ্টা করছেন। সেখানে রবিবার এরদোয়ানের সমর্থনে একটি র‌্যালি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার ডাচদের নাৎসিদের অবশিষ্টাংশ ও ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। প্রতিক্রিয়ায় ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে এই মন্তব্যকে পাগলামি হিসেবে অভিহিত করেছেন।

নেদারল্যান্ডসের রটারডামে বসবাসরত তুর্কিদের নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এক সমাবেশ বাতিলের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ শুরু হয়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু নেদারল্যান্ডস পৌঁছানোর পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ডাচ কর্তৃপক্ষ ওই সমাবেশ বাতিল করে। তুরস্কে প্রেসিডেন্ট পদ্ধতির শাসনব্যবস্থা চালু করা নিয়ে গণভোটের পক্ষে নেদারল্যান্ডসে বসবাসরত তুর্কিদের মধ্যে প্রচারণা চালাতে তিনি ওই সমাবেশে অংশ নিতে চেয়েছিলেন। মেভলুত প্রবেশ করতে না পারায় সেখানে সড়ক পথে রটেরডাম পৌঁছান। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!