X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বরখাস্তের আগে ভারারাকে ফোন করেছিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ১১:৫৪আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১১:৫৫
image

ট্রাম্প-ভারারা বরখাস্ত হওয়া মার্কিন অ্যাটর্নি প্রীত ভারারার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রীতকে ফোনও করেছিলেন। কিন্তু ফোন রিসিভ না করায় তার সঙ্গে কথা হয়নি ট্রাম্পের। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার নিউইয়র্কের অ্যাটর্নি প্রীত ভারারাকে বরখাস্ত করে ট্রাম্প প্রশাসন। তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হোয়াইট হোয়াউসের এক কর্মকর্তা জানান, প্রভাবশালী এই অ্যাটর্নিকে বরখাস্ত করার আগে তাকে টেলিফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ওই কর্মকর্তা আরও জানান, প্রীতকে তার কাজের জন্য ধন্যবাদ ও শুভকামনা জানাতেই ফোন করা হয়েছিল। তবে ট্রাম্পের ফোন রিসিভ করেননি ভারারা। তার দাবি, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা না বলে প্রেসিডেন্টের ফোন রিসিভ করতে চাননি তিনি।

শনিবার এক টুইটার বার্তায় প্রীত বলেছিলেন, ‘আমি পদত্যাগ করিনি। আর কিছুক্ষণ আগে আমাকে বরখাস্ত করা হয়েছে।’

শুক্রবার বিচার বিভাগ থেকে পূর্ববর্তী ওবামা প্রশাসনে নিয়োগ পাওয়া অ্যাটর্নিদের একটি তালিকা দিয়ে ওই অ্যাটর্নিদের পদত্যাগ করতে বলা হয়। সেখানে প্রীতের নামও যুক্ত থাকায় অবাক হয়েছেন অনেকেই। কারণ গত নভেম্বরে মার্কিন নির্বাচনের পরও তাকে ওই পদে বহাল থাকার কথা বলেছিল ট্রাম্প। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দু’দলের কংগ্রেস সদস্যদের কাছেই ওই মার্কিন অ্যাটর্নির ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

শনিবার প্রীতকে পদত্যাগ করতে বলার পরও তাতে রাজি না হওয়ায় তার পক্ষ নিউ ইয়র্কের রিপাবলিকান নেতা ব্রায়ান কলব টুইট বার্তায় বলেছেন, ‘প্রীত ভালো কাজ করেছেন। যে কাজের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি সে কাজটাই করছেন।’ 

নিউইয়র্কের অ্যাটর্নি হিসেবে আপাতত অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছে করছেন ভারারর ডেপুটি জুন কিম।

সূত্র: রয়টার্স।

/এমএইচ/এসএ/ 

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক