X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন কংগ্রেসের অমরিন্দর সিং

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ১৩:৪২আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৩:৪৪
image

অমরিন্দর-সিধু বাকি চারটি রাজ্যে সরকার গঠনের সম্ভাবনা না থাকলেও পাঞ্জাবে প্রায় ১০ বছর পর গঠিত হতে যাচ্ছে কংগ্রেসের রাজ্য সরকার। আর তাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। ১৬ মার্চ তিনি মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন।

গতকাল (১২ মার্চ) পাঞ্জাব রাজভবনের বাইরে বক্তব্য রাখতে গিয়ে অমরিন্দর সিং জানান, ১৪ মার্চ তিনি দিল্লি যাবেন। সেখানে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করে নতুন সরকার গড়ার পথে অগ্রসর হবেন। ১৬ মার্চ মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন।

ইতোমধ্যে অমরিন্দর সিং পাঞ্জাবের রাজ্যপাল ভি পি সিং বাদনোরের সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন। এর আগে কংগ্রেসের স্থানীয় কার্যালয়ে হওয়া এক বৈঠকে তাকে দলীয় নেতা নির্বাচিত করা হয়।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আম আদমি পার্টির বলবির সিংকে অমরিন্দর ৫২ হাজার ৪০৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।

ধারণা করা হচ্ছে অমরিন্দরের ডেপুটি হিসেবে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার নবজ্যোত সিং সিধুকে বেছে নেওয়া হতে পারে। সেপ্টেম্বরে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন সিধু। নবনির্বাচিত এই বিধায়কও অমরিন্দরের প্রতি নিজের সমর্থন জানিয়ে তাকে ‘মহান নেতা’ বলে অভিহিত করেছেন।

তবে নিজের পদ সম্পর্কে সরাসরি কিছু বলেননি সিধু। তবে তিনি বলেন, দায়িত্ব দেওয়া হলে তা তিনি যথাযথভাবেই পালন করবেন। পঞ্জাবের উন্নতির জন্য তিনি বদ্ধপরিকর।

উল্লেখ্য, প্রায় এক দশক পর পাঞ্জাবে ক্ষমতায় আসতে যাচ্ছে কংগ্রেস সরকার। এবারের নির্বাচনে ১১৭ আসনের পাঞ্জাব বিধান সভায় ৭৭টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। দ্বিতীয় স্থানে থাকা আম আদমি পার্টি জয়ী হয়েছে ২০টি আসনে। ক্ষমতাসীন বিজেপি ও সহযোগী দলগুলো জয় পেয়েছে মাত্র ১৮টি আসনে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/

সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!