X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জঙ্গিবাদের আশঙ্কা জানিয়ে চীনা নেতাদের জাতিগত ও ধর্মীয় উসকানি!

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০১৭, ১৬:৩২আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৬:৩৪
image

 


জঙ্গিবাদের আশঙ্কা জানিয়ে চীনা নেতাদের জাতিগত ও ধর্মীয় উসকানি! চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারা দেশটিতে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কার কথা জানিয়েছেন। কিন্তু অভিযোগ রয়েছে, কয়েকজন নেতার মন্তব্যে সংখ্যালঘু জাতিসত্তা উইঘুরদের প্রতি যেমন প্রচ্ছন্ন উসকানি ছিল, তেমনি কোনও নেতা ট্রাম্পের মুসলিম-নিষেধাজ্ঞার পক্ষে সাফাই দিয়েছেন। দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনে চীনা নেতারা এসব কথা বলেন।  

চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা শায়েরহেতি আহান দাবি করেন, ‘চীনেও বৈশ্বিক সন্ত্রাসের বীজ রয়েছে এবং এটা থেকে চীনের ঐতিহ্যবাহী পরিচয় রক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক জঙ্গিবাদ-বিরোধী পরিস্থিতি চীনের স্থিতিশীলতায় বিঘ্ন ঘটাতে পারে।’

চীনে মুসলিম-প্রধান উইঘুর জাতিসত্তার মানুষদের সঙ্গে বহুদিন ধরেই চীনে ক্ষমতাসীনদের দ্বন্দ্ব রয়েছে। কয়েক বছর আগে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন উইঘুর নিহত হয়েছিলেন। ওই চীনা নেতার মন্তব্যে উসকানি উইঘুরদের প্রতি উসকানি ছিল বলে অভিযোগ রয়েছে।

এর আগে উইঘুরদের সঙ্গে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের যোগাযোগ থাকার কথা বলেছিল চীনা সরকার। 

গত বছর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার পার্টিকে নির্দেশ দিয়েছিলেন চীনের সংখ্যালঘু জাতিসত্তাগুলোকে যেন ‘চীনাকরণ’ করা হয়। এরপর আঞ্চলিক ও ধর্মীয় নেতাদের নজরদারিতে আনা হয়। এছাড়া মুসলিমদের উপর সহিংসতার দায় চাপানো হয়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, আসলেই বিশ্বজুড়ে জঙ্গি কর্মকাণ্ড চালানো নেটওয়ার্ক চীনে প্রবেশ করতে পেরেছে বলে তারা নিশ্চিত নন। চীনের শীর্ষ কর্মকর্তারা যদিও বারবার একই দাবি জানিয়ে আসছেন, ইসলামি জঙ্গিবাদ মোকাবিলায় পদক্ষেপ নিতে হবে।

নিংশিয়া হুই অঞ্চলের এক কর্মকর্তা জানান, এই অঞ্চলে অনেক মুসলিম থাকলেও সহিংসতা দেখা যায়না। তবে তিনিও ইসলামি জঙ্গিবাদ নিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন।

কমিউনিস্ট পার্টির নিংশিয়া অঞ্চলের সেক্রেটারি লি জিয়াংগু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মুসলিম-বিদ্বেষী নীতি’কেই সামনে নিয়ে আসেন। তিনি বলেন, ‘আইএস সন্ত্রাস ও সহিংসতা চালাচ্ছে বলেই ট্রাম্প মুসলিমদের নিষিদ্ধ করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের ভালোর জন্য মুসলিম-বিরোধী কোনও পদক্ষেপ নিলে সমস্যা নেই। এটা আসলে ধর্মীয় জঙ্গিবাদ থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার প্রয়াস।’

নিংশিয়ার এথনিক এফেয়ার্স বিষয়ক সাবেক কর্মকর্তা উ শিমিন বলেন, ‘চীনা পরিচয় সমুন্নত রাখতে চীনা আদর্শের কাজগুলো সামনে নিয়ে আসতে হবে। কয়েক শতাব্দী আগে সিল্ক রোড দিয়ে বাণিজ্যে উদ্দেশ্যে আসা মুসলিম ব্যবসায়ীরা এখন হুই জনসংখ্যার অংশ। হুইদের মূল তাই চীনেই।’

ধর্মীয় সচেতনতা বিষয়ে আলোচনা করতে আগে চীনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে বলেও জানান তিনি।

হংকং বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্র মোহাম্মদ আল-সুদাইরি বলেন, ‘পার্টির নিংশিয়া সেক্রেটারির মন্তব্যে আসলে ইসলামের বিরুদ্ধে চলমান বিরুপ মনোভাবই প্রকাশ পায়।’ তিনি আরও বলেন, ‘চীনা সমাজে ইসলামকে আসলে সমস্যা মনে করা হয়। ক্ষমতা গ্রহণের পর বেশকিছু রাজ্যে ধর্মীয় কারণে জনপ্রিয়তা হারানো ও নিয়ন্ত্রণ কমে যাওয়ার সম্মুখীন হয়েছেন শি জিনপিং।

সূত্র: এপি।

/এমএইচ/এসএ/ 

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া