X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইথিওপিয়ায় আবর্জনার স্তূপ ধসে নিহত ৭২

বিদেশ ডেস্ক
১৪ মার্চ ২০১৭, ২১:০০আপডেট : ১৪ মার্চ ২০১৭, ২৩:২০

ইথিওপিয়ায় আবর্জনার স্তূপ ধসে নিহত ৭২ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার উপকণ্ঠে একটি সুবিশাল আবর্জনার স্তূপ ধসে অন্তত ৭২ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের অনেকেই শিশু। আবর্জনার স্তূপ থেকে উদ্ধারকৃত ৩৭ জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। এ পরিস্থিতিতে বুধবার থেকে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে ইথিওপিয়া।

শনিবার রাতে আদ্দিস আবাবার উপকণ্ঠে সুবিশাল একটি আবর্জনার স্তূপ ধসে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৪৬ জনের প্রাণহানির কথা বলা শেষ পর্যন্ত এ সংখ্যা অর্ধশত ছাড়ালো। আবর্জনায় অনেকে চাপা পড়ায় তাদের মৃতদেহ খুঁজে পেতে বিলম্ব হয়।

সরকারিভাবে ভূমিধসে হতাহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

শহরের একজন মুখপাত্র লেনচো। বার্তা সংস্থা এপি’কে তিনি জানান, এটা খুব দুঃখজনক ঘটনা। ভূমিধসের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সরকার ওই এলাকার বাসিন্দাদের পুনর্বাসনের চেষ্টা করছিল। ওই আবর্জনার স্তূপকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের জন্য সরকার সেখানে একটি কারখানা নির্মাণ করছিল।

ইথিওপিয়ায় আবর্জনার স্তূপ ধসে নিহত ৭২

শনিবার যেখানে এ দুর্ঘটনা ঘটে সেই ডাম্পিং এলাকাটিতে আদ্দিস আবাবা’র ৪০ লাখ বাসিন্দার আবর্জনা ডাম্পিং করা হয়। অর্ধশত বছরের পুরনো ওই আবর্জনার স্তূপটি ধ্বসের সময় সেখানে ১৫০ জনের মতো মানুষ ছিলেন।

আদ্দিস আবাবা’র মেয়র দিরিবা কুমা। তিনি জানান, ধসের পর জীবিত উদ্ধার হওয়া ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবর্জনার স্তুপ ধসে প্রাণহানির ঘটনায় কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের শোকাহত স্বজনরা। উদ্ধার তৎপরতায় অনাকাঙ্খিত বিলম্বের অভিযোগ করেছেন তারা।

দুর্ঘটনার শিকার এক ব্যক্তির স্বজন কালিব সেগায়ে। তিনি অভিযোগ করেন, ‘কেউ আমাদের সাহায্য করছে না। আমরা নিজেরাই ময়লার স্তূপ সরিয়ে অনুসন্ধান করছি। আমরাই সবকিছু করছি। এটা লজ্জাজনক।’ সূত্র: আল জাজিরা, রয়টার্স।

/এমপি/

সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা