X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অবশেষে করের আংশিক হিসাব দিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৭, ১০:৪১আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৩:৪৫
image

ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউস। ২০০৫ সালে তার আয় ছিল ১৫ কোটি ডলার। আর তিনি কর দিয়েছেন ৩ কোটি ৮০ লাখ ডলার। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসি-র এক প্রতিবেদনের জবাবে একথা জানায় হোয়াইট হাউস।

এমএসএনবিসি-র সাংবাদিক র‍্যাচেল ম্যাডো জানান, তারা ট্যাক্স সংক্রান্ত নথিপত্র পেয়েছেন। সংবাদমাধ্যমটির ওয়েবসাইটেও এই নথিপত্র দেওয়া আছে। যেখানে বলা হয়েছে ২০০৫ সালে ২৫ শতাংশ কর দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প বরাবরই তার কর সম্পর্কিত তথ্য প্রকাশ করা থেকে বিরত ছিলেন। নির্বাচনি প্রচারণার সময়ও তার বিরুদ্ধে কর গোপন করার অভিযোগ ছিল। গত অক্টোবরে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ১৯৯৫ সালে ৯১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতির কথা বলেছিলেন ট্রাম্প। এতে করে প্রায় ১৮ বছর কর মওকুফ পেয়েছিলেন ট্রাম্প।

তবে মঙ্গলবার এমএসএনবিসির ওয়েবসাইটে দেখা যায়, ২০০৫ সালে তিনি কর দিয়েছেন। তবে অন্যান্য বছরগুলোতে কর দিয়েছিলেন কিনা তা জানা যায়নি। গত বছর অবশ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, ৭০ দশকের শেষ দিকে অন্তত দুই বছর কোনও কর দেননি ট্রাম্প।

তবে হোয়াইট হাউসের বিবৃতিতে জানা যায়, ট্রাম্প অর্গানাইজেশনের প্রধান হিসেবে ট্রাম্পকে আরও বেশি কর দিতে হয়।

আইনি বিধিনিষেধ না থাকলেও মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নিজেদের কর বিষয়ক তথ্য প্রকাশ করে থাকেন। তবে ট্রাম্প এমনটি না করার কারণ হিসেবে বলেন, তার কর ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের অডিটে আছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, অডিটে থাকলে কর প্রকাশে কোনও আইনগত বাধা নেই।

সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কের সময় হিলারি ক্লিনটনও অভিযোগ তুলেছিলেন যে, ট্রাম্প কর দেন না। জবাবে ট্রাম্প বলেছিলেন, ‘কারণ আমি বুদ্ধিমান।’

দায়িত্বগ্রহণের পর থেকেই ট্রাম্প সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করেন, তার ব্যাপারে সবসময়ই ভুল খবর প্রকাশ করা হয়।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘ট্রাম্প মার্কিনিদের ভালোর জন্য কর দিতে থাকবেন। আর অসৎ সংবাদমাধ্যম তাদের স্বার্থ উদ্ধারে সংবাদ প্রকাশ করতে থাকবে।’

সূত্র: রয়টার্স।

/এমএইচ/এসএ/বিএ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!