X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের রুশ সংযোগের অভিযোগ নিয়ে গণশুনানির সিদ্ধান্ত

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৭, ১৩:৩০আপডেট : ১৫ মার্চ ২০১৭, ১৪:০৯
image

ট্রাম্পের রুশ সংযোগের অভিযোগ নিয়ে গণশুনানির সিদ্ধান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণাকালীন রুশ সংযোগ খতিয়ে দেখতে শুনানির সিদ্ধান্ত নিয়েছে সিনেট (উচ্চকক্ষ) এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস (নিম্নকক্ষ)-এর ইন্টিলিজেন্স কমিটি।

হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ইন্টিলিজেন্স কমিটি জানায়, রুশ সংযোগ নিয়ে স্বতন্ত্র অনুসন্ধান করছে তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সোমবার প্রথমবারের মতো তারা শুনানি করবে। কংগ্রেসনাল ডেমোক্রেটরা এই বিষয় তদন্তের জন্য নিরপেক্ষ কিংবা বিশেষ কুশলী নিয়োগের আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্প নেতৃত্বাধীন রিপাবলিকান নেতারা দাবি করছেন, এই তদন্তের জন্য বর্তমান কমিটিই যথেষ্ট।

এদিকে সিনেট ইন্টিলিজেন্স কমিটির চেয়ারম্যান বলেছেন, ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে গণশুনানি করবেন তারা। মঙ্গলবার রিপাবলিকান সিনেটর রিচার্ড বার বলেন, ‘এটা হবেই। আমি জানি না কবে। তবে খুব শিগগিরই আমরা এই বিষয় নিয়ে বসবো।’

জানুয়ারিতে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, ২০১৬ নির্বাচনে ডেমোক্রেটদের উপর সাইবার হামলা চালিয়েছে রাশিয়া। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই তার বিরুদ্ধে রুশ সংযোগের অভিযোগ উঠেছিল। বরাবরই ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তবে ১৪ ফেব্রুয়ারি রুশ সংযোগ স্বীকার করে পদত্যাগ করেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। সে সময় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও অ্যাটর্নি জেনারেল জেফ সেসনের বিরুদ্ধেও রুশ সংযোগের অভিযোগ ওঠে। তবে তারা পদত্যাগ করেননি। 

২ মার্চ মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে তাদের এক প্রতিবেদনে রুশ কূটনীতিকের সঙ্গে ট্রাম্পের আরও দুইজন নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের খবর ফাঁস করে। ইউএসএ টুডে এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা জে.ডি গর্ডনও রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন। ২ মার্চ বৃহস্পতিবার একথা নিজেই স্বীকার করেছেন এই কর্মকতা। সিএনএনকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আরো দুই নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কার্টার পেজ ও ওয়ালিদ ফেয়ারসের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন তিনি। সাক্ষাতকালে রাশিয়ার সঙ্গে সম্পোর্কন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা নিয়ে কোনো কথা উঠে আসেনি।

সূত্র: রয়টার্স

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা