X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্প মুসলিমদের সত্যিকারের বন্ধু: সৌদি উপ-যুবরাজ

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৭, ২১:৫১আপডেট : ১৫ মার্চ ২০১৭, ২৩:৪৬

ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি উপ-যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ১৪ মার্চ ২০১৭ মঙ্গলবার হোয়াইট হাউসে আলোচনায় বসেন তারা। সৌদি আরবের পক্ষ থেকে এ বৈঠককে যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্কের এক ‘ঐতিহাসিক সন্ধিক্ষণ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বৈঠক শেষে সৌদি উপ-যুবরাজের জ্যেষ্ঠ উপদেষ্টার বিবৃতিতে বলা হয়, মুসলিম বিশ্বের সঙ্গে কাজ করার বিষয়ে ট্রাম্পের অভূতপূর্ব আগ্রহ রয়েছে। তিনি মুসলিমদের সত্যিকারের বন্ধু। তার অভিবাসন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু ইসলাম-এমনটা বিশ্বাসযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে বিভিন্ন ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এটা রাজনৈতিক, সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আনবে। সৌদি উপ-যুবরাজ মনে করেন না, অভিবাসন নিষেধাজ্ঞা সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশ মুসলিম দেশ অথবা ইসলাম ধর্মকে লক্ষ্য করে জারি করা হয়েছে। বরং একটি স্বাধীন দেশ হিসেবে সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি উপ-যুবরাজের উপদেষ্টা বলেন, ইসলামের প্রতি ডোনাল্ড ট্রাম্পের গভীর শ্রদ্ধাবোধ রয়েছে। তিনি ইসলামকে একটি স্বর্গীয় ও মহান ধর্ম মনে করেন; কিছু মৌলবাদী গোষ্ঠী যার অপব্যবহার করেছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা’র সময়ে ২০১৫ সালে পরমাণু ইস্যু নিয়ে ইরানের সঙ্গে সমঝোতায় উপনীত হয় পশ্চিমা দেশগুলো। এ নিয়ে ওবামা প্রশাসনের সঙ্গে সৌদি রাজপরিবারের সম্পর্কের অবনতি ঘটে। মঙ্গলবারের বৈঠকেও ইরান ইস্যুতে আলোচনা হয়। সৌদি উপদেষ্টার বিবৃতিতে বলা হয়, বৈঠকে ‘ইরানের আঞ্চলিক সম্প্রসারণবাদী কার্যক্রমের বিপদ’ সম্পর্কে দুই নেতা অভিন্ন মতামত দিয়েছেন। এছাড়া মার্কিন প্রতিষ্ঠানগুলোর সৌদি আরবে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন তারা।

২০১৭ সালের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কারও সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করলেন। মঙ্গলবারের বৈঠকে অংশ নেওয়া সৌদি উপ-যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ট্রাম্প মুসলিমদের সত্যিকারের বন্ধু: সৌদি উপ-যুবরাজ

উল্লেখ্য, হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় মুসলিম নিষেধাজ্ঞা আরোপ করে নিজ দেশেই আইনি চ্যালেঞ্জের মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের পক্ষ থেকে ওই নিষেধাজ্ঞাকে মুসলিম নিষেধাজ্ঞা নয় বলে দাবি করা হলেও খোদ যুক্তরাষ্ট্রেই ওই নিষেধাজ্ঞা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। এই নিষেধাজ্ঞাকে বর্ণবাদী ও মুসলিবিদ্বেষমূলক হিসেবে আখ্যায়িত করেন তারা। এক পর্যায়ে আদালতে ওই নিষেধাজ্ঞা স্থগিত হয়ে গেলে নতুন করে সংশোধিত মুসলিম নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। কিন্তু আইনি চ্যালেঞ্জ এড়াতে পারেনি ট্রাম্পের সংশোধিত নিষেধাজ্ঞাও। বরং দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য বলছে, ২৭ জানুয়ারি ২০১৭ তারিখে আরোপিত নিষেধাজ্ঞাই ৬ মার্চ ভিন্ন মোড়কে হাজির করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, মিনেসোটা, অরেগন, নিউ ইয়র্ক, ম্যাসাসুসেটস এবং হাওয়াই-এর মতো প্রভাবশালী রাজ্য।

ইয়েমেনে সৌদি জোটের উপর্যুপরি বিমান হামলায় বেসামরিক লোকজনের প্রাণহানির ঘটনায় সৌদি আরবকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র সরবরাহ স্থগিতের নির্দেশ দেয় ওবামা প্রশাসন। ২০১৬ সালের ডিসেম্বরে ওই নির্দেশনা দেন ওবামা। ওই বছরের অক্টোবরে ইয়েমেনের একটি জানাজায় হামলা চালিয়ে ১৪০ জনেরও বেশি বেসামরিক ইয়েমেনিকে হত্যা করে সৌদি জোট। মূলত ওই ঘটনার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল ওবামা প্রশাসন। ওই সময়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র নেড প্রাইস সৌদি আরবকে হুঁশিয়ার করে বলেন, মার্কিন নিরাপত্তা সহযোগিতা দেওয়ার মানে ‘ফাঁকা চেক দেওয়া নয়’। মার্কিন কর্মকর্তারা এখন বলছেন, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ওবামা প্রশাসনের ওই নিষেধাজ্ঞার ইতি টানার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে এ ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে। বিষয়টি এখন হোয়াইট হাউসের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট, আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!