X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

২০১৮ সালের এপ্রিলে যুক্তরাজ্যে কমনওয়েলথ সম্মেলন

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৬ মার্চ ২০১৭, ১৬:৩৩আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৬:৪৯

২০১৮ সালের এপ্রিলে যুক্তরাজ্যে কমনওয়েলথ সম্মেলন পরবর্তী কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী বছর এপ্রিলে। চলতি সপ্তাহে কমনওয়েলথ মিনিস্টেরিয়াল অ্যাকশন গ্রুপ থেকে (সিএমএজি) থেকে সংস্থাটির সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের (সিএইচওজিএম) দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৭ সালের ১৬ এপ্রিল যুক্তরাজ্যে এ সম্মেলন শুরু হবে।

আসন্ন কমনওয়েলথ সম্মেলনে সংস্থাটির সদস্যভুক্ত অর্ধশতাধিক দেশের সরকারপ্রধানরা অংশ নেওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ সম্মেলনে অংশ নেবেন। এবারই প্রথম কমনওয়েলথ সম্মেলনের ভেন্যু তালিকায় থাকছে বাকিংহাম প্যালেস এবং রানি দ্বিতীয় এলিজাবেথের আবাসিক দফতর উইন্ডসোর ক্যাসেল।

প্রতি দুই বছর পরপর কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৫ সালের ২৭ থেকে ২৯ নভেম্বর দক্ষিণ ইউরোপের দেশ মাল্টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনেই ২০২০ সাল পর্যন্ত এ সম্মেলনের চেয়ারের দায়িত্ব পায় যুক্তরাজ্য। ২০২০ সালে সম্মেলনের পরবর্তী চেয়ারের দায়িত্ব নেবে এশিয়ার দেশ মালয়েশিয়া।

কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, একটা চমৎকার বিষয় হচ্ছে কমনওয়েলথে আমরা ৫২টি দেশের একটি পরিবার। বিশ্বের ছয়টি মহাদেশে এ দেশগুলো ছড়িয়ে আছে। আমাদের সম্মিলিত লক্ষ্য হচ্ছে সুশাসন, টেকসই উন্নতি, অংশীদারিত্বমূলক সমাজ এবং অর্থনৈতিক উন্নতি। আমাদের সাংস্কৃতিক বন্ধন, সাধারণ ভাষা, আইন, পার্লামেন্টারি ব্যবস্থা এবং অন্যান্য  প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

২০১৮ সালের এপ্রিলে যুক্তরাজ্যে কমনওয়েলথ সম্মেলন

প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, আমি দেখতে পেয়েছি; আমাদের মধ্যে সবসময়ই একটা সদিচ্ছা কাজ করে। এটা আমাদের কমনওয়েলথ অংশীদারদের সমন্বিত সহযোগিতার মাধ্যমে কাজ করাকে সম্ভব করে তুলেছে।

কমনওয়েলথ মহাসচিব বলেন, এবারের কমনওয়েলথ সম্মেলন যুক্তরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে আমরা যেসব ইস্যু মোকাবিলা করছি; এ সম্মেলন আমাদের সেগুলোর মোকাবিলায় আরও শক্তিশালী করবে। এতে সত্যিকার একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব তৈরি হবে।

কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ২ দশমিক ৪ বিলিয়ন মানুষের বসবাস। এটা বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ।

গত সপ্তাহে কমনওয়েলথ মিনিস্টেরিয়াল গোলটেবিলে অংশ নেন কমনওয়েলথভুক্ত ৪০টি দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষ থেকে এতে অংশ নেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়। এছাড়া ২০২০ সালের মধ্যে কমনওয়েলথভুক্ত দেশগুলোর নিজেদের মধ্যকার বাণিজ্য এক ট্রিলিয়নে উন্নীত করার বিষয়েও একমত হন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রেক্ষিতে যুক্তরাজ্যের পক্ষ থেকে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে বাণিজ্য বাড়ানোর প্রতি নজর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

/এমপি/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!