X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্প টাওয়ারে ওবামার নজরদারির সত্যতা মেলেনি: সিনেট কমিটি

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০১৭, ০৯:৩২আপডেট : ১৭ মার্চ ২০১৭, ০৯:৪০
image

ট্রাম্প ও ওবামা ট্রাম্প টাওয়ারে আড়ি পাতা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অভিযোগটি নাকচ করে দিয়েছে সিনেট ইনটেলিজেন্স কমিটি। তারা বলছে, ট্রাম্প টাওয়ারে নজরদারি চালানোর কোনও ইঙ্গিত মেলেনি। তবে সিনেট কমিটি এমন পর্যবেক্ষণ জানানোর পরও ট্রাম্প আগের অবস্থানে অটল রয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

উল্লেখ্য,সম্প্রতি টুইটারে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন,তিনি নির্বাচিত হওয়ার এক মাস আগে পূর্বসূরি বারাক ওবামা তার টেলিফোনে আড়ি পেতেছিলেন। ওবামা’র সমালোচনা করে টুইটারে দেওয়া ওই পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন,‘ভয়ংকর! মাত্র আবিষ্কার করলাম,প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের কয়েক দিন আগে আমার ট্রাম্প টাওয়ারের ফোনে আড়ি পাতেন ওবামা। কিন্তু কিছুই পাওয়া যায়নি।’ টুইটারে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন,‘কতটা নিচু হলে অত্যন্ত পবিত্র নির্বাচনি প্রক্রিয়ার সময় ওবামা আমার টেলিফোনে আড়ি পাততে পারেন। এটা নিক্সন/ওয়াটারগেট কেলেঙ্কারির মতো ঘটনা।’ ট্রাম্পের এমন দাবির পর বারাক ওবামা’র মুখপাত্র কেভিন লুইস বলেছেন,ফোনে আড়িপাতা সংক্রান্ত ট্রাম্পের দাবি ‘ডাহা মিথ্যাচার’। ডোনাল্ড ট্রাম্প নিজেও অবশ্য দাবির সমর্থনে কোনও প্রমাণ দেখাতে পারেননি।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সিনেট ইনটেলিজেন্স কমিটির পক্ষ থেকেও ট্রাম্পের দাবিটি প্রত্যাখ্যান করা হয়। সিনেট ইনটেলিজেন্স কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান সিনেটের রিচার্ড বুর এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছেন। কমিটির ভাইস চেয়ারম্যান সিনেটর মার্ক ওয়ার্নারের সঙ্গে দেওয় ওই যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমাদের হাতে আসা তথ্যের ভিত্তিতে দেখা গেছে ২০১৬ সালের নির্বাচনের আগে কিংবা পরে ট্রাম্প টাওয়ার যুক্তরাষ্ট্র সরকারের নজরদারির বিষয়বস্তু ছিল না।’

এর আগে বৃহস্পতিবার সকালে হাউস স্পিকার পল রায়ানও বলেছেন, ‘এ ধরনের কোনও আড়িপাতার ঘটনা ঘটেনি’।
এদিকে সিনেট ইনটেলিজেন্স কমিটির পর্যবেক্ষণ মানতে রাজি নন ট্রাম্প। ওবামা ট্রাম্প টাওয়ারে নজরদারি চালিয়েছেন বলে এখনও বিশ্বাস করেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, ‘তিনি (ট্রাম্প) এখনও তার দাবিতে অটল আছেন।’

/এফইউ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?