X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে 'তরুণের অনুপ্রবেশ' নিয়ে বিস্তারিত জানালো সিক্রেট সার্ভিস

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৭, ১৩:৩৬আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৪:১০
image

হোয়াইট হাউস গত ১০ মার্চ এক তরুণের হোয়াইট হাউসে অনুপ্রবেশের চেষ্টার ঘটনা নিয়ে আরও বিস্তারিত তথ্য দিয়েছে ফেডারেল আইন বাস্তবায়নকারী সংস্থা ইউএস সিক্রেট সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, অনুপ্রবেশের দায়ে আটককৃত ওই তরুণ লাফিয়ে লাফিয়ে তিনটি নিরাপত্তা বেষ্টনী পার হয়েছিলেন। হোয়াইট হাউস থেকে মাত্র কয়েক কদম দূরে ছিলেন তিনি। আর সেখানেই ১৬ মিনিট ধরে অবস্থান করেছেন জোনাথন ট্রান নামের ওই তরুণ।
উল্লেখ্য, ১০ মার্চ মধ্যরাতে এক সন্দেহভাজন তরুণ হোয়াইট হাউসের দক্ষিণের সীমানা প্রাচীর অতিক্রম করে ভেতরে ঢুকে পড়ে। মূল ভবন থেকে অল্প কিছু দূরে থাকতেই তাকে আটক করা হয়। সেসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। এ ঘটনার পর প্রেসিডেন্টের নিরাপত্তা আরও জোরদার করা হয়। ওই সন্দেহভাজনের পিঠে একটি ব্যাগ ছিল। তবে ওই ব্যাগে কোনও অস্ত্র বা সন্দেহজনক বস্তু ছিল না বলে সিক্রেট সার্ভিস জানিয়েছে। অনুপ্রবেশকারীকে গ্রেফতারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সিক্রেট সার্ভিসের প্রশংসা করেন।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, গোয়েন্দারা হোয়াইট হাউসে তল্লাশি চালিয়েছে, তবে সেখানে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি। অনুপ্রবেশকারী ওই তরুণকে এখন ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
ওই অনুপ্রবেশের ঘটনার বিস্তারিত জানিয়ে শুক্রবার একটি বিবৃতি দিয়েছে সিক্রেট সার্ভিস। বিবৃতিতে বলা হয়, ১০ মার্চের ওই ঘটনা নিয়ে সিক্রেট সার্ভিস প্রচণ্ড হতাশ ও ক্ষুব্ধ। পরবর্তীতে যেন কোনও নিরাপত্তাজনিত ফাঁকফোঁকড় না থাকে সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছে সিক্রেট সার্ভিস। এছাড়া এ ঘটনা নিয়ে ৫০ জনের বেশি মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ঘটনার দিন জোনাথন ট্রান ইউএস ট্রেজারি বিভাগের কাছের ৫ ফুট উচ্চতার নিরাপত্তা বেষ্টনী পার হন। এরপর ৮ ফুট উচ্চতার একটি গেউট পার হন। এরপর হোয়াইট হাউসের কাছাকাছি আরেকটি বেষ্টনী পার হন।
এর আগেও বিভিন্ন সময়ে হোয়াইট হাউসে অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। আর অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ২০১৪ সালে ওমর গনজালেস নামে ৪২ বছর বয়সী এক অনুপ্রবেশকারী ছুরিসহ হোয়াইট হাউসে ঢুকে পড়ে। হোয়াইট হাউসের দরজায় ঢুকে পড়ার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করে সিক্রেট সার্ভিস।
/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া