X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
সন্দেহভাজন দুর্বৃত্ত নিহত

ফরাসি বিমানবন্দরে সেনাসদস্যের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে ঘিরে আতঙ্ক

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৭, ১৫:১৯আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৫:৪৫
image

 


ফরাসি বিমানবন্দরে সেনাসদস্যের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে ঘিরে আতঙ্ক এক ফরাসি বিমানবন্দরে সেনাসদস্যের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টায় সেখানে আতঙ্ক সৃষ্টি হয়েছে।  সেনাসদস্যের ওপর চড়াও হওয়া সন্দেহভাজন ওই দুর্বৃত্তকে গুলি করে হত্যা করা হয়েছে। ফরাসি কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্যারিসের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর অরলিতে সেনাসদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা চালানো হয়।
২০১৫ সালের নভেম্বরে বাতাক্লঁ মিউজিক ভেন্যুতে হামলা এবং গত বছরের জুলাইয়ে নিস শহরে ট্রাক হামলায় বহু হতাহতের পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়। সেই সময় স্পর্শকাতর এলাকাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে সেনাদের বিশেষ দল মোতায়েন করা হয়। সেই জরুরি অবস্থা এখনও বহাল আছে। শনিবার সেই বিশেষ বাহিনীরই এক সদস্যের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই সন্দেহভাজন।

বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।  বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে সেখানে নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে। লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকতে বলেছে পুলিশ। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। তবে বিবিসিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্র ছিনিয়ে নেওয়ার যে প্রচেষ্টা হয়েছে, সেটা ভয়াবহ একটা ঘটনা ছিল। 
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানান, গোলাগুলির পর পরই বিমানবন্দর ফাঁকা করা হয়েছে। ফ্রাংক লেকেম নামের ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘তেল আবিবের ফ্লাইটের আগে নিরাপত্তা পরীক্ষার জন্য আমরা যখন লাইনে দাঁড়ালাম তখন কাছাকাছি তিন-চারটি গুলির শব্দ পেলাম’। 

এদিকে প্যারিসের উত্তরাঞ্চলীয় এলাকায় যানবাহনে নিরাপত্তা পরীক্ষার সময় এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে এক সন্দেহভাজন দুর্বৃত্ত পালিয়ে যায়। গুলিতে ওই পুলিশ সদস্য আহত হন। তবে সেই ঘটনার সঙ্গে অরলি বিমানবন্দরের ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এর আগে গত মাসেও একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল। সেসময়েএক সন্দেহভাজন দুর্বৃত্ত প্যারিসের ল্যুভর মিউজিয়ামে সেনা সদস্যদের ছুরিকাঘাতের চেষ্টা করলে তাকে গুলি করা হয়। গুলিতে ওই সন্দেহভাজন ব্যক্তি আহত হন।

/এফইউ/বিএ/







 

 

 

 

 

সম্পর্কিত
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’