X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জার্মানিতে ৩০ হাজার কুর্দির এরদোয়ানবিরোধী বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৭, ১৪:৫২আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৪:৫২
image

জার্মানিতে ৩০ হাজার কুর্দির এরদোয়ানবিরোধী বিক্ষোভ

জার্মানির ফ্র্যাংকফুর্টে ‍তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের বিপক্ষে বিক্ষোভ করছে ৩০ হাজার তুর্কি। তুর্কি নববর্ষকে সামনে রেখে সমগ্র জার্মানি থেকে তারা একত্রিত হয়েছে। এই বিক্ষোভ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে তুরস্ক। এটার অনুমতি দেওয়ার জন্য জার্মানির নিন্দাও করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

বিক্ষোভকারীরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। এরদোয়ানের ক্ষমতা দীর্ঘায়িত করতে অনুষ্ঠিতব্য গণভোটের বিপক্ষে স্লোগান দিতে থাকেন। অনেকের হাতেই নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির চিহ্ন সম্বলিত ব্যানার ছিল। এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন এক বিবৃতিতে বলেন, পিকেকের প্রতীক ও স্লোগান কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, ‘আমরা মনে করিয়ে দিতে চাই যে ১৬ এপ্রিলের সিদ্ধান্ত তুরস্ক নিয়েছে, ইউরোপ না।’

শনিবারের এই বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে জার্মান পুলিশ। অনেকেই পিকেকের প্রতীক নিয়ে আসে। সংগঠনটি তিন দশকের বেশ সময় ধরে সরকারের সঙ্গে বিরোধ চলে আসছে। ১৯৮৪ সালের পর এই সংগঠনের উত্থান থেকে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এপ্রিলে অনুষ্ঠিতব্য গণভোটে জার্মানিতে অবস্থানরত প্রায় ১৪ লাখ মনুষ ভোট দিতে পারবে। এই ভোটের ফলে এরদোয়ানের নির্বাহী ক্ষমতা অনেক বেড়ে যাবে।

তুরস্কে বিদ্যমান পার্লামেন্টারি পদ্ধতির পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকারব্যবস্থা চালু করতে আগ্রহী দেশটির ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এরদোয়ানের ক্ষমতাকে দীর্ঘায়িত ও সংহত করতেই এই পদক্ষেপ। আগামী ২০১৭ সালের ১৬ এপ্রিল তুরস্কে এ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

/এমএইচ/বিএ/

 

সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি