X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

যৌন নিপীড়ন চালাতে গিয়েই ভারতীয় ৩ নাগরিককে হত্যা করেছে বিএসএফ?

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৭, ১৬:২৯আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৭:১১
image

বিএসএফ বাংলাদেশে গরু পাচার রুখতে গিয়ে ৩ ভারতীয় আদিবাসীকে হত্যার কথা জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়রা বলছে, গরু পাচার নয়, যৌন নিপীড়ন চালাতে গিয়েই ভারতীয় ৩ নাগরিককে হত্যা করা হয়েছে। সে দেশের সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর নিশ্চিত করেছে।

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে বলা হয়, দক্ষিণ ত্রিপুরায় ভারতের সীমান্তরক্ষী বিএসএফের গুলিতে এক নারীসহ ওই তিন ভারতীয় আদিবাসী নিহত হন। স্থানীয়দের অভিযোগ, কয়েকজন বিএসএফ সদস্য স্থানীয় এক আদিবাসী নারীর ওপর যৌন নিপীড়নের চেষ্টা করায় ওই হত্যাকাণ্ড হয়। তবে বিএসএফের দাবি, সীমান্তে গরু পাচারকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ত্রিপুরার প্রত্যন্ত গ্রাম ছিটাবাড়ির অধিবাসীরা জানান, শুক্রবার তিন বিএসএফ সদস্য এক নারীর ওপর যৌন নিপীড়নের চেষ্টা করেন। ওই নারীকে বাঁচাতে গ্রামবাসী এগিয়ে গেলে তাদের ওপর বিএসএফ সদস্যরা গুলি চালায়, এতে এক নারীসহ তিনজন নিহত হন এবং আরও দুইজন আহত হন। তবে বিএসএফ ওই অভিযোগ প্রত্যাখ্যান করে এই ঘটনাকে বাংলাদেশে গরু পাচারের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেছে। বিএসএফ দাবি করছে, ‘গরু পাচারকারীরা’ বিএসএফের দিকে আক্রমণের চেষ্টা করলে তারা গুলি চালায়।

বিএসএফের ভাষ্যমতে, প্রায় ৩০-৪০ জনের একটি দল শুক্রবার গরু পাচার করার চেষ্টা করছিল। তাদের ৩১ নম্বর ব্যাটালিয়নের দুই রক্ষী ওই কথিত পাচারকারীদের বাধা দিলে তারা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পাল্টা আক্রমণ করে। প্রথমে শূন্যে দুই রাউন্ড গুলি চালান বিএসএফ সদস্যরা, কিন্তু পরে নিজেদের প্রাণ বাঁচাতে গুলি চালাতে বাধ্য হন। বিএসএফ আরও দাবি করছে, তাদের কয়েকজন সদস্যও আহত হয়েছেন। সেই সঙ্গে তারা ১০টি গরু আটক করেছেন।

এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসএফের গুলিতে হতাহতদের শনাক্ত করা হয়েছে। নিহত তিনজন হলেন – পরাকুমার (৪০), মন কুমার (৩০) এবং স্বরলক্ষ্মী (৪০)। আহতরা হলেন – সুনীল কুমার (৪৭) এবং জীবন কুমার (২২)। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ পুরো বিষয়টির তদন্ত করছে বলে জানা গেছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এই হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। বিএসএফের মহাপরিচালককে এই ঘটনায় বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিএনএ।

/এসএ/বিএ/

সম্পর্কিত
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বশেষ খবর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া