behind the news
Vision  ad on bangla Tribune

সাউথ সুদানে রানওয়েতে বিমান বিধ্বস্ত, ব্যাপক হতাহতের আশঙ্কা

বিদেশ ডেস্ক২১:২২, মার্চ ২০, ২০১৭

সাউথ সুদানের ওয়াও বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ বিমান দুর্ঘটনায় অন্তত ৪৪ জন যাত্রী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল। তবে এখন পর্যন্ত কোনও নিহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

সাউথ সুদানের সংবাদমাধ্যম ন্যাশনাল কুরিয়ার দুর্ঘটনার কয়েকটি ছবি প্রকাশ করেছে। ছবিতে ওয়াও বিমানবন্দরে বিধ্বস্ত বিমান পুড়ে যাওয়ার চিহ্ন দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় ৪৪ জন নিহত হয়ে থাকতে পারেন।

দুর্ঘটনাস্থলের কাছ থেকে বিমানবন্দরের এক শ্রমিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এখনও কারও মৃত্যু হয়নি তবে অনেকেই আহত।

দুর্ঘটনায় পড়া বিমানটির মালিক সাউথ সুপ্রিম এয়ারলাইন্স। কোম্পানিটির কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ৪৪ জন যাত্রী ছিলেন।

স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে জানান, বিমানটি রাজধানী থেকে ওয়াও বিমানবন্দরে অবতরণ করে।

দুর্ঘটনায় পড়া বিমানটি সাউথ সুপ্রিম এয়ারলাইন্সের। কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ৪৪ জন যাত্রী ছিলেন।

বার্তা সংস্থা এএফপিকে এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় পড়া বিমানের অন্তত ১৩ জন যাত্রী বেঁচে গেছেন। তবে স্থানীয় রেডিও জুবা জানিয়েছে, বিমান থেকে ৯জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানটির কর্মকর্তা জেমস ডিমো ডেং বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, দুর্ঘটনায় আহত ১৭-১৮জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

/এএ/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ