X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এভারেস্ট জয় নিয়ে মিথ্যাচার আটকাতে জিপিএস ব্যবহার করবে নেপাল

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৭, ০৮:৫৮আপডেট : ২১ মার্চ ২০১৭, ০৯:০৪
image

অভিযাত্রীদের সামনে এভারেস্ট জয়ের হাতছানি অভিযাত্রীদের সুরক্ষা ও এভারেস্ট জয় নিয়ে ভুয়া দাবি আটকাতে নেপাল সরকার জিপিএস পদ্ধতি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে হিমালয় টাইমস।

আগামী এপ্রিল ও মে মাসে কয়েক হাজার অভিযাত্রী এভারেস্ট জয়ের অভিযানে যাবেন বলে জানা গেছে। এদের মধ্যে মাত্র কয়েকজনই সফল হতে পারবেন। ওই অভিযাত্রীদের সঙ্গে একটি জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করে দেওয়া হবে।

নেপালের পর্যটন বিভাগের প্রধান দূর্গা দত্ত ধাকাল বলেছেন, ওই জিপিএস ট্র্যাকিং ডিভাইসটির মূল্য ৩০০ ডলার। এটি অভিযাত্রীদের সঙ্গে যুক্ত থাকবে। এর ফলে তারা অসুস্থ হয়ে পড়লে, স্থান নির্দিষ্ট করে উদ্ধারকারী দল পাঠাতে পারবে কর্তৃপক্ষ।

এই যন্ত্রটির মাধ্যমে অভিযাত্রীদের চলাফেরা পর্যবেক্ষণ করা যাবে। ফলে তারা আসলেই এভারেস্টের চূড়ায় উঠেছেন কিনা, তাও এতে রেকর্ড থাকবে। এই পদ্ধতিতে এভারেস্ট জয়ের সনদ দিতে এখন আর ভুয়া দাবি অনুসন্ধান করতে হবে না বলেও দূর্গা দত্ত জানান। কয়েক বছর ধরে বেশকিছু ভুয়া দাবি সামনে আসার পর এই সিদ্ধান্ত নিয়েছে নেপাল।

গত বছর ভারত থেকে যাওয়া এক দম্পতি মাউন্ট এভারেস্ট জয়ের দাবি করেছিলেন। তাদের সনদও দেওয়া হয়। তবে পরে তাদের সেই চূড়ায় ওঠার ছবি ভুয়া ছিল বলে প্রমাণিত হয়। এই ঘটনায় নেপাল কর্তৃপক্ষ বিব্রতকর অবস্থায় পড়ে।

উল্লেখ্য, এভারেস্ট জয়ের সনদ পেতে অভিযাত্রীদের চূড়ায় উঠে তোলা ছবি দেখাতে হয়। তারা তীব্র ঠাণ্ডায় ভারী কাপড় পরে, মুখ ঢেকে রাখার জন্য কখনও কখনও তাদের চিহ্নিত করাটা কষ্টকর হয়ে পড়ে। বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ না করেই অনেক পর্বতারোহী এভাবেই মিথ্যাচার করেন বলে অনেক দিন ধরেই অভিযোগ রয়েছে।

২০১৫ সালে এভারেস্ট অভিযানের সময় ভূমিকম্পে ১৯ অভিযাত্রী নিহত ও ৬১ জন আহত হন। ২০১৪ সালে কুম্ভ আইসফলে তুষারধসে ১৬ জন শেরপা গাইড নিহত হয়েছিলেন। এমন দুর্ঘটনায় অভিযাত্রীদের সঙ্গে জিপিএস ট্র্যাকিং ডিভাইস থাকলে তাদের কাছে জরুরি সাহায্য পাঠানো যাবে।

সূত্র: হিমালয় টাইমস।

/এসএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট