X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট নিয়ে পক্ষপাতের জন্য বিবিসি’কে দুষলেন ব্রিটিশ এমপিরা

অদিতি খান্না, যুক্তরাজ্য
২১ মার্চ ২০১৭, ১৮:০৫আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৮:০৭

ব্রেক্সিট নিয়ে পক্ষপাতের জন্য বিবিসি’কে দুষলেন ব্রিটিশ এমপিরা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ (ব্রেক্সিট) নিয়ে পক্ষপাতমূলক সংবাদ পরিবেশনের জন্য বিবিসি’কে দোষারোপ করেছেন ৭০ জনেরও বেশি ব্রিটিশ এমপি। ব্রেক্সিটকে ‘হতাশাব্যঞ্জক ও তীর্যক’ আকারে উপস্থাপনের জন্য যুক্তরাজ্যের রাষ্ট্রীয় মালিকানাধীন এ টেলিভিশন চ্যানেলটিকে সতর্ক করেছেন তারা।

বিবিসি’র ডিরেক্টর জেনারেল লর্ড হল-এর প্রতি লেখা এক চিঠিতে ব্রেক্সিট বিরোধী অবস্থান থেকে সরে এসে নিজেদের শোধরানোর আহ্বান জানিয়েছেন এসব এমপি’রা। ওই চিঠিতে স্বাক্ষরকারী এমপি’দের অধিকাংশই যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপি।

চিঠিতে বলা হয়েছে, এমন দৃশ্য আমাদের ব্যথিত করে যেখানে দেখানো হয়; ২০১৬ সালের জুন থেকে এ পর্যন্ত কিভাবে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের বহু ভালো খবরকে বিবিসি’র কাভারেজে ‘হতাশাব্যঞ্জক ও তীর্যক’ আকারে তুলে ধরা হয়েছে। দৃশ্যত, এটা প্রাক গণভোট হতাশাকে অতিক্রম করতে পারেনি। বিবিসি নতুন বাস্তবতাকে মেনে নিতে পারেনি।

ব্রিটিশ এমপিদের চিঠিতে বলা হয়, বিবিসি’র পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন জাতীয় পর্যায়ের বিতর্কে জোরালো প্রভাব ফেলতে পারে। আমাদের আশঙ্কা, দেশকে ভুলভাবে উপস্থাপনের মাধ্যমে হয় ব্রেক্সিটের পক্ষের ভোটকে বিদেশিদের সম্পর্কে অহেতুক ভীতি বা অনুতাপমূলক হিসেবে আখ্যায়িত করা হয়। এই দেশের জন্য একটি নতুন, বৈশ্বিক ভূমিকা খুঁজে বের করতে আমাদের যে প্রচেষ্টা; বিবিসি’র কর্মকাণ্ড তার ভিতকে দুর্বল করে দেবে।

বিবিসি’র ডিরেক্টর জেনারেল লর্ড হল-এর প্রতি লেখা ওই চিঠিতে স্বাক্ষর করেন ৭২ জন ব্রিটিশ এমপি। এরমধ্যে ৬০ জনই ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপি। বাকিদের মধ্যে তিনজন বিরোধী দল লেবার পার্টির, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি)-এর আটজন এবং ইউকিপ-এর একমাত্র এমপি ডগলাস কার্সওয়েল।

চিঠিতে স্বাক্ষর করা  কনজারভেটিভ পার্টির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন কাজ ও পেনশন বিষয়ক সাবেক মন্ত্রী আয়ান ডানকান স্মিথ, সাবেক পরিবেশমন্ত্রী ওয়েন প্যাটারসন, নর্দার্ন আয়ার‍ল্যান্ডের সাবেক মন্ত্রী থেরেসা ভিলিয়ার্স।

বিবিসি’কে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মী এবং কনজারভেটিভ পার্টির এমপি জুলিয়ান নাইট। তিনি বলেন, প্রকৃতপক্ষে ব্রেক্সিট নিয়ে গণভোট সংক্রান্ত বিবিসি’র কাভারেজ নিয়ে তার কোনও অভিযোগ নেই। তবে তার বিশ্বাস, এটা ব্রেক্সিট নিয়ে সামগ্রিকভাবে একটা হতাশাজনক পরিস্থিতি তৈরি করবে।

জুলিয়ান নাইট বলেন, রাজনীতিবিদ ও মানুষ যদি এটাকে নিরপেক্ষ হিসেবে বিবেচনা না করেন; তাহলে ভবিষ্যতে বিবিসি’ও লোকজনের কাছে সন্দেহমুক্ত থাকবে না।

বিবিসি’র একজন মুখপাত্র বলেন, ব্রেক্সিট ইস্যুতে সংঘটিত গণভোটের পর দায়িত্বশীলতার সঙ্গে এবং নিরপেক্ষভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক ঘটনাবলীর সংবাদ প্রচার করেছে বিবিসি। এই দেশের একটা বৃহৎ রফতানি মাধ্যম হচ্ছে বিবিসি। যুক্তরাজ্যের সৃজনশীল খাতে এর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

/এমপি/

সম্পর্কিত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
সর্বশেষ খবর
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ