X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশে আমাদের ব্যাপক দাতব্য কর্মতৎপরতা রয়েছে: ব্রিটিশ মন্ত্রী

অদিতি খান্না, যুক্তরাজ্য
২২ মার্চ ২০১৭, ২১:৪৩আপডেট : ২২ মার্চ ২০১৭, ২১:৪৬

বাংলাদেশে আমাদের ব্যাপক দাতব্য কর্মতৎপরতা রয়েছে: ব্রিটিশ মন্ত্রী দুনিয়াজুড়ে সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের মতো দরিদ্রতম দেশগুলোতে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থাগুলোর কাজের পরিধি আরও বিস্তৃত করছে ব্রিটিশ সরকার। সম্প্রতি এ সংক্রান্ত পরিকল্পনার কথা প্রকাশ করেছে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল-এর সঙ্গে সম্প্রতি কথা হয় বাংলা ট্রিবিউনের। এ সময় তিনি জানান, তিনি বাংলাদেশের সঙ্গে বিদ্যমান অবস্থাকে আরও জোরদার করতে আগ্রহী।

ব্রিটিশ মন্ত্রী প্রীতি প্যাটেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশে আমাদের ব্যাপক কর্মতৎপরতা রয়েছে। চিরাচরিত সহায়তা বলতে যা বোঝায় তার সবই এখানে বিদ্যমান। এর মধ্যে পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু, চাকরি ও জীবিকানির্বাহের উপায়ের মতো বিষয়গুলো রয়েছে। বাংলাদেশে সত্যিই আমাদের ব্যাপক কর্মকাণ্ড রয়েছে। এ সময় তিনি ছোটখাটো উন্নয়নমূলক ও মানবিক সংস্থাগুলোর প্রতি সমর্থন প্রদানের কথাও বলেন।

চলতি বছরই চালু হচ্ছে স্মল চ্যারিটিজ চ্যালেঞ্জ ফান্ড। এতে বিশেষ করে যুক্তরাজ্যের নিবন্ধিত দাতব্য সংস্থাগুলোকে টার্গেট করা হবে; যাদের বার্ষিক আয় আড়াই লাখ পাউন্ডের নিচে।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল বাংলা ট্রিবিউনকে বলেন, ব্রিটেনের ক্ষুদের দাতব্য সংস্থাগুলো চমৎকার কাজ করছে। দুনিয়াজুড়ে কিছু দরিদ্রতম স্থানে তারা প্রায়ই অত্যন্ত উদ্ভাবনী কর্মকাণ্ড চালিয়ে থাকে। প্রায়ই তারা স্বেচ্ছাসেবীদের দিয়ে কাজ করে। বিশ্বের সবচেয়ে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য তাদের ত্যাগের কথা উল্লেখ না করলেই নয়।

প্রীতি প্যাটেল বলেন, বাংলাদেশের অর্থনীতি বহুলাংশে গার্মেন্ট সেক্টরের ওপর নির্ভরশীল। বাংলাদেশের প্রাইভেট সেক্টরের সঙ্গে সামনের সারিতেই কাজ করে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। এর উদ্দেশ্য হচ্ছে এটা  নিশ্চিত করা যে, তারা ইন্ডাস্ট্রিতে মানসম্মত সেবা দিচ্ছে।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা পাওয়া একটি দাতব্য সংস্থার নাম ঢাকা আহসানিয়া মিশন ইউকে (ডিএএম ইউকে)। এ সংস্থাটি বাংলাদেশে অরক্ষিত মানুষদের নিয়ে কাজ করে।

ডিএএম ইউকে’র প্রোগ্রাম অ্যান্ড ফান্ড ম্যানেজার এমা ক্রাম্প। তিনি বলেন, ঢাকা আহসানিয়া মিশন ইউকে’র মতো ছোট এনজিওগুলো সচরাচর স্বল্পসংখ্যক কর্মী ও সম্পদ নিয়ে কাজ করে। দুনিয়াজুড়ে প্রান্তিক ও অরক্ষিত জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে তারা চমৎকার কাজ করে।

যুক্তরাজ্য সরকারের হিসাবে, ২০১৬ সালে দেশটি বিশ্বজুড়ে ৪ দশমিক ৪ মিলিয়ন নারী ও বালিকাকে নিরাপত্তা ও ন্যায়বিচারের সুযোগ করে দিয়েছে। ১ দশমিক ৩ মিলিয়ন নারীকে আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে অবগত করা হয়েছে। ব্রিটিশ সরকারের প্রচেষ্টায় দুনিয়াজুড়ে আড়াই মিলিয়ন মানুষ পরিচ্ছন্ন পানি পাচ্ছে। উন্নত স্যানিটেশন সুবিধা পাচ্ছে ৬ দশমিক ৩ মিলিয়ন মানুষ। এছাড়া সাড়ে পাঁচ লাখ নারীর নিরাপদ প্রসবের ব্যবস্থা করা হয়েছে। পাঁচ লাখ ৩০ হাজার ছেলেমেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠানোর জন্য পুরোপুরি উপযোগী করে তোলা হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা