X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হামলাকারী ছিল একজন: স্কটল্যান্ড ইয়ার্ড

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৭, ০১:৩৮আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০৩:২৫

হামলাকারী ছিল একজন: স্কটল্যান্ড ইয়ার্ড ব্রিটিশ পার্লামেন্টের বাইরে পুলিশের ওপর ছুরি হাতে ও ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়িয়ে তুলে দিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে এক ব্যক্তিই। স্কটল্যান্ড ইয়ার্ডের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মার্ক রাউলি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বুধবার ব্রিটিশ পার্লামেন্টের বাইরে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় ৪ জন নিহত হয়েছেন। পার্লামেন্টের বাইরে ছুরি হাতে এক ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়। হামলার পর পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। হামলায় ছুরিকাঘাতে আহত এক পুলিশেরও মৃত্যু হয়েছে। এর আগেই পার্লামেন্ট সংলগ্ন ওয়েস্টমিনিস্টার ব্রিজে একটি গাড়ি পথচারীদের ওপর তুলে দেওয়া হয়। এতে দুই পথচারী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মার্ক রাউলি জানান, হামলাকারী একজনই ছিল। আহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাও রয়েছে। তিনি বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে পার্লামেন্টের নিরাপত্তায় নিয়োজিত থাকা এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। হামলাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে।

মার্ক রাউলি আরও বলেন, এ পর্যায়ে আমরা সন্তুষ্ট। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, হামলাকারী একজনই ছিল। তবে এ বিষয়ে অতি আত্মবিশ্বাসী হওয়া বোকামি হবে।

পূর্ণ সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ঘটনার পর হামলাকারীদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। একাধিক প্রত্যক্ষদর্শী হামলাকারী দুজন বলে জানান। আবার কেউ কেউ হামলাকারী একজন বলেও দাবি করেছিলেন।

পুলিশ জানিয়েছে, ওয়েস্টমিনিস্টার ব্রিজে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ফলে ২০ জনেরও বেশি আহত হয়েছেন। রাউলি জানান, এরপর হামলাকারী গাড়ি নিয়ে সংসদের কাছে ধাক্কা খায়। তখন গাড়ি থেকে ছুরি হাতে এক ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায় এবং পার্লামেন্টের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। সূত্র: ফক্স নিউজ।

/এএ/

 

 

 

 

সম্পর্কিত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি