X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে কয়েক দফায় গোলাগুলি, পুলিশসহ নিহত ৪

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৭, ১৩:০৮আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৩:০৮
image

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে কয়েক দফায় গোলাগুলি, পুলিশসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বন্দুকধারীর গুলিতে এক পুলিশসহ চারজন নিহত হয়েছেন। একটি বিবাদের ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২২ মার্চ) অঙ্গরাজ্যটির তিনটি এলাকায় এ গোলাগুলি হয়। এভারেস্ট মেট্রোপলিটন পুলিশ প্রধান ওয়ালি স্পার্কসের বরাতে খবরটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

স্পার্কস বলেন, দায়িত্বপালনরত অবস্থায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একে ‘পারিবারিক বিবাদ’জনিত ঘটনা বলে দাবি করেছে পুলিশ। ইতোমধ্যে ওই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বুধবার ওয়াসাউ এর ছোট একটি শহরে এই হামলা শুরু হয়। এদিন রথসচাইল্ড এলাকার ম্যারাথন সেভিংস ব্যাংকে প্রথম হামলা চালানো হয়। দুই ব্যক্তিকে খুঁজতে ব্যাংকে হাজির হন সন্দেহভাজন হামলাকারী। এরপর তাদেরকে গুলি করলে ঘটনাস্থলে তারা নিহত হন। অভিযোগ পেয়ে পুলিশ ব্যাংকে আসতে আসতে পালিয়ে যায় ওই হামলাকারী।

এর দশ মিনিট পরই একটি ল ফার্ম থেকে গোলাগুলির অভিযোগ আসে। এরপর বেলা দেড়টার দিকে ওয়েসটনের একটি অ্যাপার্টমেন্টে গুলি চালানো হয়। এক প্রত্যক্ষদর্শী নারী জানান, গুলির শব্দে তিনি জানালা দিয়ে বাইরে তাকালে এক পুলিশকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেন।

ওয়াসাউ এর পুলিশ ক্যাপ্টেন টপ ব্যাটেন বলেন, এটা খুবই জটিল একটি মামলা। তিনটি স্থানে একই ব্যক্তি হামলা চালিয়েছেন। আমরা তদন্ত করে দেখছি।’

তবে নিহত পুলিশ কিংবা অন্যদের পরিচয় প্রকাশ করা হয়নি। এই হামলার উদ্দেশ্য সম্পর্কেও কিছু নিশ্চিত করে বলেননি এভারেস্ট মেট্রোপলিটন পুলিশ প্রধান ওয়ালি স্পার্ক। তিনি বলেন, উইসকনসিনের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর তদন্ত করছে।

সূত্র: সিএনএন ও গার্ডিয়ান

/এমএইচ/এফইউ/

সম্পর্কিত
রাফাহতে হামলার আশঙ্কা, ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত যুক্তরাষ্ট্রের
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
সর্বশেষ খবর
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিচ্ছিল একদল যুবক
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
তাপপ্রবাহে বিক্রি হচ্ছিলো ‘নকল স্যালাইন’, এ রকম ঘটনার তথ্য চাইলেন হারুন
বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ