X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
সংশোধিত মৃতের সংখ্যা ৪

মুসলিম জঙ্গিবাদকে সন্দেহে রেখে লন্ডন হামলার তদন্ত শুরু, গ্রেফতার ৮

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৩ মার্চ ২০১৭, ১৫:২২আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২০:৩৮
image


প্রচ্ছদ ব্রিটিশ পার্লামেন্টের হামলার পর বুধবার (২২ মার্চ) রাত থেকে দেশজুড়ে ব্যাপক অভিযান ও ধরপাকড় শুরু করেছে যুক্তরাজ্য পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট। বিভিন্ন এলাকার বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। এরইমধ্যে ছয়টি বাড়িতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির পূর্ব ইতিহাস খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তও চলছে। 

ঘটনাটিকে ‘মুসলিম জঙ্গিবাদ’ সংশ্লিষ্ট হামলা হিসেবে ধারণা করে তদন্ত চলছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন। পুলিশের ধারণা, আন্তর্জাতিক জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে হামলাকারী একাই এ কাজ করে থাকতে পারেন। এদিকে ওই হামলায় মৃতের সংখ্যা শুরুতে ৫ বলে জানানো হলেও বৃহস্পতিবার তা সংশোধন করা হয়। মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রকৃতপক্ষে হামলায় নিহতের সংখ্যা চার।  

বুধবার মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত উপ-কমিশনার মার্ক রাউলি জানান, পার্লামেন্ট ভবনে হামলা চালাতে ওঁৎ পেতে থাকা এক হামলাকারীর ছুরিকাঘাতে ওই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সন্দেহভাজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি। এরপর বুধবার বিভিন্ন বাড়িতে বাড়িতে অভিযান শুরু হয়। রাউলি আরও জানান, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে। তাদের পরিবারের কাছে খবর পৌঁছে দিতে পররাষ্ট্র দফতর থেকে অন্য দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন রাউলি।



অভিযান-২
কমিশনার রাউলি আরও বলেন, হামলাকারী একাই হামলা চালিয়েছে। সে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ’ ছিল। তবে লন্ডনে বৃহস্পতিবার এ ঘটনার কোনও রেশ থাকবে না বলে উল্লেখ করেছেন রাউলি।

উল্লেখ্য, টেমস নদীর ওপর ওয়েস্টমিনস্টার ব্রিজ। এর দক্ষিণ প্রান্ত গিয়ে যুক্ত হয়েছে পার্লামেন্ট এলাকায়। অপর প্রান্তে নানা দর্শনীয় স্থাপনা। বুধবার সেই ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে তা পথচারীদের ওপর উঠিয়ে দেন হামলাকারী। সেসময় বেশ কয়েকজন হতাহত হন। পরে গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করেন তিনি। তখন পুলিশ হামলাকারীকে গুলি করে তাকে রুখে দেয়। গুলিতে নিহত হয় হামলাকারী।



অভিযান-৩
বৃহস্পতিবার ‌সংবাদ সম্মেলনে এ অভিযানের ব্যাপারে কথা বলেন রাউলি। তিনি জানান, লন্ডন, বার্মিংহামসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। পরে এক টুইটে রাউলি জানান, গ্রেফতারকৃতের সংখ্যা ৮। এখন পর্যন্ত ছয়টি বাড়িতে অভিযান চালানোর খবর নিশ্চিত করেছেন তিনি। তবে আগেরদিন পুলিশের পক্ষ থেকে নিহতের যে সংখ্যা জানানো হয়েছিল তা সংশোধন করে নতুন সংখ্যা জানিয়েছেন রাউলি। তিনি জানান, হামলাকারীসহ নিহতের সংখ্যা ৫ জন নয় বরং ৪ জন। পরে ওই আহত পুলিশ কর্মকর্তাও নিহত হন।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিওর এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন জানান, ‘কিছু দিক থেকে এ হামলাকে ইসলামী সংন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট করে’ তদন্ত চলছে। হামলাকারীর পূর্ব ইতিহাস জানার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘রাতভর তারা এগুলো নিয়ে তদন্ত করেছে। সন্দেহভাজন ব্যক্তির পূর্ব ইতিহাস, কিভাবে তিনি গাড়িটি পেলেন, আগেরদিন কিংবা দুইদিন আগে গাড়িটি কোথায় ছিল, কে কা কারা তাকে সহযোগিতা করেছে কিংবা সহযোগিতা করেনি এগুলো নিয়ে তদন্ত হচ্ছে।’

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!