X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মিসরে অভিযানকালে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৭, ১৮:২৭আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৮:৩০

নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্রেফতারকৃতদের একাংশ মিসরের সিনাই উপত্যকায় নিরাপত্তা বাহিনীর এক অভিযানে বোমা হামলা চালানো হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হলে এ প্রাণহানির ঘটনা ঘটে। বৃহস্পতিবার মিসরের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছেন।

নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া, সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালেই বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ওই অভিযানে কয়েকশ মোবাইল ফোন ভর্তি দু’টি গাড়ি আটক করা হয়েছে।

মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়। এর ফলে সৃষ্ট গোলযোগের সুযোগে গত কয়েক বছর ধরে সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা রক্তক্ষয়ী হামলা চালাচ্ছে। বেশিরভাগ হামলার দায়িত্ব স্বীকার করে বেলায়েতে সিনাই নামের একটি গোষ্ঠী। মিসরের সামরিক ও পুলিশ বাহিনীই তাদের এসব হামলার প্রধান টার্গেট। এছাড়া সিনাই উপত্যকায় আইএসের তৎপরতাও বেড়েছে। এমন পরিস্থিতিতে আইএস ঠেকাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের দ্বারস্থ হয়েছে মিসরের সামরিক জান্তা। হামাসের নেতৃত্বাধীন গাজা’র কর্তৃপক্ষকে বাণিজ্যিক সুবিধা প্রদানেরও প্রস্তাব দিয়েছে দেশটি।

সিনাই উপত্যকায় ইতোপূর্বে আইএস জঙ্গিদের হাতে শতাধিক পুলিশ ও সেনাসদস্য নিহত হয়েছে। ফলে হামাস’কে নিয়ে অস্বস্তি থাকলেও আইএস ঠেকাতে তাদের ওপরই আস্থা রাখতে চাইছে মিসর।

মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি’র সঙ্গে হামাসের সুসম্পর্ক ছিল। তবে সেনা অভ্যুত্থানে মুরসি’র পতনের পর তার দল মুসলিম ব্রাদারহুডের ওপর ব্যাপক দমনপীড়ন শুরু করে জেনারেল সিসি’র সেনা সরকার। ব্রাদারহুড ঘনিষ্ঠ হামাস নিয়ন্ত্রিত গাজা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আগের অবস্থান থেকে সরে আসেন জেনারেল সিসি। গাজা সীমান্তের বিধিনিষেধও শিথিল করা হয়। সীমান্তে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হয়।

দুই দেশের কর্মকর্তারা বলছেন, এমন পরিবর্তন দীর্ঘ উত্তেজনার পর দুই পক্ষের সম্পর্কের একটা নতুন অধ্যায়ের ইঙ্গিত।

মিসরের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, “সীমান্ত ও সুড়ঙ্গগুলো নিয়ন্ত্রণে আমরা সহযোগিতা করতে আগ্রহী। আমরা চাই তারা সশস্ত্র হামলাকারীদের আমাদের হাতে হস্তান্তর করুক এবং মুসলিম ব্রাদারহুডকে বয়কট করুক। আর তারা চায়, সীমান্ত ক্রসিং যেন চালু থাকে এবং এর সুবাদে যেন তারা অধিক বাণিজ্য করতে পারে। এটা মাত্র আংশিকভাবে শুরু হয়েছে। আশা করি এটা অব্যাহত থাকবে। সূত্র: বিবিসি, রয়টার্স, পার্স টুডে।

/এমপি/

সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী