X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ পার্লামেন্টে হামলা: কে এই খালিদ মাসুদ?

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৭, ০৯:২৭আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১০:৩৮
image

নিহত খালিদ মাসুদ লন্ডনের পার্লামেন্টের সন্দেহভাজন হামলাকারী হিসেবে খালিদ মাসুদের নাম প্রকাশের পর এখন তাকে নিয়ে চলছে আলোচনা। খালিদ মাসুদ সম্পর্কে জানাশোনা রয়েছে এমন ব্যক্তিরা তার সম্পর্কে দিচ্ছেন নতুন নতুন তথ্য। খালিদ মাসুদকে একসময় ‘ভালো মানুষ’ হিসেবে চিনতেন-এমন সাবেক প্রতিবেশীরা তাকে হামলাকারী হিসেবে জানতে পেরে বিস্ময় প্রকাশ করেছেন। খালিদ মাসুদের চেনাজানা মানুষজন এবং প্রতিবেশীদের সাক্ষাৎকারের ভিত্তিতে খালিদ মাসুদকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট। সেই প্রতিবেদনের আলোকে খালিদ মাসুদ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক-

জন্ম কেন্টে

খালিদ মাসুদের জন্ম কেন্টের ডার্টফোর্ডে। আড্রিয়ান ইলমস নামে বেড়ে ওঠা খালিদ মাসুদ সম্প্রতি ওয়েস্ট মিডল্যান্ডস-এ বসবাস করছিলেন।

ইসলাম ধর্মে ধর্মান্তর

সহিংস অপরাধের অভিযোগে কারাগারে থাকার সময় খালিদ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন বলে ধারণা করা হচ্ছে। আর তখনই আড্রিয়ান ইলমস নামটি পরিবর্তন করে খালিদ মাসুদ করা হয়। কারাগারে থাকার সময়ই খালিদ ইসলামী উগ্রপন্থায় আগ্রহী হন বলে মনে করা হচ্ছে।

খালিদের বিরুদ্ধে অপরাধের পূর্ব নজির ছিল

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, মাসুদের বিরুদ্ধে অপরাধের পূর্ব নজির আছে। একবার মাসুদ এক ব্যক্তির মুখে এমন করে ছুরি চালিয়েছিল যে সে ব্যক্তিকে পরে কসমেটিক সার্জারি করাতে হয়েছে। অন্যের ক্ষতিসাধনমূলক একটি অপরাধের অভিযোগে প্রথমবারের মতো ১৯৮৩ সালের নভেম্বরে দোষী সাব্যস্ত হন মাসুদ। আর ২০০৩ সালের ডিসেম্বরে ছুরি বহনের অভিযোগে সর্বশেষ দোষী সাব্যস্ত হন তিনি। তবে সন্ত্রাসী কোনও হামলার অভিযোগে মাসুদ কখনও দোষী সাব্যস্ত হননি। মেট্রোপলিটন পুলিশ বলছে, খালিদ মাসুদ অনেক ছদ্মনামেও পরিচিত। তবে মেট্রোপলিটন পুলিশ কিংবা সাসেক্স পুলিশের কেউই মাসুদের বিরুদ্ধে থাকা অভিযোগ এবং তার কারাদণ্ড নিয়ে বিস্তারিত জানায়নি।

সাবেক প্রতিবেশীদের চোখে মাসুদ

৫২ বছর বয়সী খালিদ মাসুদকে লন্ডনের হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে শুনে সাবেক প্রতিবেশীরা হতাশ হয়েছেন। ইন্ডিপেনডেন্টকে তারা বলেন, ‘তিনি (খালিদ) খুব ভালো মানুষ ছিলেন, যার স্বাভাবিক একটি পরিবার ছিল'। তার অল্পবয়সী সন্তান রয়েছে বলেও জানা গেছে। তবে তার সন্তান সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য আছে। পরিচিতজনদের কেউ কেউ বলেছেন, মাসুদের তিনটি সন্তান, আবার কেউ বলেছেন মাসুদের সন্তান সংখ্যা ৪।

খালিদের বিরুদ্ধে আগেও তদন্ত হয়েছে

এর আগে বৃহস্পতিবার হাউস অব কমন্সে দেওয়া বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, হামলাকারী ব্যক্তি একজন ব্রিটিশ নাগরিক। পুলিশ ও গোয়েন্দা বিভাগ তাকে চিনতো এবং কয়েক বছর আগে সহিংস উগ্রপন্থার অভিযোগে তার বিরুদ্ধে তদন্তও করা হয়েছিল।

এমপিদের উদ্দেশে থেরেসা মে বলেন, ‘গতকাল সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রকে নীরব করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু একটি বার্তা দিতে আজ আমরা স্বাভাবিকভাবে একত্রিত হয়েছি। যেভাবে আমাদের পূর্ববর্তী প্রজন্ম একত্রিত হয়েছিলেন এবং যা পরবর্তী প্রজন্ম বজায় রাখবে। বার্তাটি হলো: আমরা ভীত নই এবং সন্ত্রাসবাদ দিয়ে আমাদেরকে সংকল্প থেকে সরিয়ে আনা যাবে না।’

উল্লেখ্য, বুধবার ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে তা পথচারীদের ওপর উঠিয়ে দেন খালিদ মাসুদ। সেসময় বেশ কয়েকজন হতাহত হন। পরে গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করেন তিনি। তখন পুলিশ হামলাকারীকে গুলি করে তাকে রুখে দেয়। গুলিতে নিহত হয় হামলাকারী। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা ৫ বলে জানিয়েছে পুলিশ।

/এফইউ/ 

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট