X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্রিটিশ পার্লামেন্টে হামলা: কে এই খালিদ মাসুদ?

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৭, ০৯:২৭আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১০:৩৮
image

নিহত খালিদ মাসুদ লন্ডনের পার্লামেন্টের সন্দেহভাজন হামলাকারী হিসেবে খালিদ মাসুদের নাম প্রকাশের পর এখন তাকে নিয়ে চলছে আলোচনা। খালিদ মাসুদ সম্পর্কে জানাশোনা রয়েছে এমন ব্যক্তিরা তার সম্পর্কে দিচ্ছেন নতুন নতুন তথ্য। খালিদ মাসুদকে একসময় ‘ভালো মানুষ’ হিসেবে চিনতেন-এমন সাবেক প্রতিবেশীরা তাকে হামলাকারী হিসেবে জানতে পেরে বিস্ময় প্রকাশ করেছেন। খালিদ মাসুদের চেনাজানা মানুষজন এবং প্রতিবেশীদের সাক্ষাৎকারের ভিত্তিতে খালিদ মাসুদকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট। সেই প্রতিবেদনের আলোকে খালিদ মাসুদ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক-

জন্ম কেন্টে

খালিদ মাসুদের জন্ম কেন্টের ডার্টফোর্ডে। আড্রিয়ান ইলমস নামে বেড়ে ওঠা খালিদ মাসুদ সম্প্রতি ওয়েস্ট মিডল্যান্ডস-এ বসবাস করছিলেন।

ইসলাম ধর্মে ধর্মান্তর

সহিংস অপরাধের অভিযোগে কারাগারে থাকার সময় খালিদ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন বলে ধারণা করা হচ্ছে। আর তখনই আড্রিয়ান ইলমস নামটি পরিবর্তন করে খালিদ মাসুদ করা হয়। কারাগারে থাকার সময়ই খালিদ ইসলামী উগ্রপন্থায় আগ্রহী হন বলে মনে করা হচ্ছে।

খালিদের বিরুদ্ধে অপরাধের পূর্ব নজির ছিল

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, মাসুদের বিরুদ্ধে অপরাধের পূর্ব নজির আছে। একবার মাসুদ এক ব্যক্তির মুখে এমন করে ছুরি চালিয়েছিল যে সে ব্যক্তিকে পরে কসমেটিক সার্জারি করাতে হয়েছে। অন্যের ক্ষতিসাধনমূলক একটি অপরাধের অভিযোগে প্রথমবারের মতো ১৯৮৩ সালের নভেম্বরে দোষী সাব্যস্ত হন মাসুদ। আর ২০০৩ সালের ডিসেম্বরে ছুরি বহনের অভিযোগে সর্বশেষ দোষী সাব্যস্ত হন তিনি। তবে সন্ত্রাসী কোনও হামলার অভিযোগে মাসুদ কখনও দোষী সাব্যস্ত হননি। মেট্রোপলিটন পুলিশ বলছে, খালিদ মাসুদ অনেক ছদ্মনামেও পরিচিত। তবে মেট্রোপলিটন পুলিশ কিংবা সাসেক্স পুলিশের কেউই মাসুদের বিরুদ্ধে থাকা অভিযোগ এবং তার কারাদণ্ড নিয়ে বিস্তারিত জানায়নি।

সাবেক প্রতিবেশীদের চোখে মাসুদ

৫২ বছর বয়সী খালিদ মাসুদকে লন্ডনের হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে শুনে সাবেক প্রতিবেশীরা হতাশ হয়েছেন। ইন্ডিপেনডেন্টকে তারা বলেন, ‘তিনি (খালিদ) খুব ভালো মানুষ ছিলেন, যার স্বাভাবিক একটি পরিবার ছিল'। তার অল্পবয়সী সন্তান রয়েছে বলেও জানা গেছে। তবে তার সন্তান সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য আছে। পরিচিতজনদের কেউ কেউ বলেছেন, মাসুদের তিনটি সন্তান, আবার কেউ বলেছেন মাসুদের সন্তান সংখ্যা ৪।

খালিদের বিরুদ্ধে আগেও তদন্ত হয়েছে

এর আগে বৃহস্পতিবার হাউস অব কমন্সে দেওয়া বক্তব্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, হামলাকারী ব্যক্তি একজন ব্রিটিশ নাগরিক। পুলিশ ও গোয়েন্দা বিভাগ তাকে চিনতো এবং কয়েক বছর আগে সহিংস উগ্রপন্থার অভিযোগে তার বিরুদ্ধে তদন্তও করা হয়েছিল।

এমপিদের উদ্দেশে থেরেসা মে বলেন, ‘গতকাল সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রকে নীরব করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু একটি বার্তা দিতে আজ আমরা স্বাভাবিকভাবে একত্রিত হয়েছি। যেভাবে আমাদের পূর্ববর্তী প্রজন্ম একত্রিত হয়েছিলেন এবং যা পরবর্তী প্রজন্ম বজায় রাখবে। বার্তাটি হলো: আমরা ভীত নই এবং সন্ত্রাসবাদ দিয়ে আমাদেরকে সংকল্প থেকে সরিয়ে আনা যাবে না।’

উল্লেখ্য, বুধবার ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে তা পথচারীদের ওপর উঠিয়ে দেন খালিদ মাসুদ। সেসময় বেশ কয়েকজন হতাহত হন। পরে গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করেন তিনি। তখন পুলিশ হামলাকারীকে গুলি করে তাকে রুখে দেয়। গুলিতে নিহত হয় হামলাকারী। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা ৫ বলে জানিয়েছে পুলিশ।

/এফইউ/ 

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়