X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যনীতি প্রত্যাহারের জন্য ডেমোক্র্যাটদের দুষছেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৭, ১১:২৮আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১১:৪০
image

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প কংগ্রেস থেকে নতুন স্বাস্থ্যনীতি প্রস্তাব প্রত্যাহার করে নিতে বাধ্য হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের দুষছেন। শুক্রবার কংগ্রেসে প্রস্তাবটি পাস হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় তা প্রত্যাহার করে নেন ট্রাম্প।

স্বাস্থ্যনীতি প্রত্যাহারের পর ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমরা ডেমোক্র্যাটদের একটা ভোটও পাইনি। আমরা প্রস্তাব পাসের বিষয়ে নিশ্চিত ছিলাম না। এখনও আমরা নিশ্চিত নই। তাই তা প্রত্যাহার করে নিয়েছি।’ তবে ভবিষ্যতে ডেমোক্র্যাটদের সমর্থন পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প।  

হাউস স্পিকার পল রিয়ান জানিয়েছেন, স্বাস্থ্যনীতি পাসের জন্য কংগ্রেসে ২১৫ ভোটের প্রয়োজন হয়। কংগ্রেস সদস্যরা এতে সমর্থন দেননি, তাই তিনি এবং ট্রাম্প বিলটি প্রত্যাহার করে নিতে সম্মত হয়েছেন।   

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে ২৮ থেকে ৩৫ জন রিপাবলিকান ট্রাম্পের আমেরিকান হেলথকেয়ার অ্যাক্ট বা ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির বিরোধিতা করেছেন।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পরই নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ‘ওবামাকেয়ার’ বাতিল করে নতুন স্বাস্থ্যনীতি চালু করার তৎপরতা শুরু করেন ট্রাম্প। কিন্তু কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও বাধার মুখে পড়েন ট্রাম্প।

উল্লেখ্য, ‘ওবামাকেয়ার’-এ গুরুত্বপূর্ণ সংস্কার এনে ‘আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’- নামের স্বাস্থ্য বিল উত্থাপন করে ট্রাম্প প্রশাসন। ওবামার স্বাস্থ্যনীতি অনুযায়ী, নিম্ন আয়ের মার্কিন জনগণ, কর্মজীবী ও বেকার উভয়েই ওই স্বাস্থ্যসেবার আওতাভুক্ত ছিলেন। ওবামা প্রশাসনের সময়কার স্বাস্থ্যবিলে অঙ্গরাজ্যগুলো কর্মজীবী ও কাজ খুঁজতে থাকা  মার্কিন জনগণের জন্যই স্বাস্থ্যসেবার আবেদন করতে পারত। তবে অঙ্গরাজ্যগুলো স্বাস্থ্যসেবা পেতে কাজের বাধ্যবাধকতা আরোপ করতে রাজি হয়নি। তবে বেশ কয়েকজন রিপাবলিকান গভর্নর কর্মক্ষম জনগণ, যাদের শিশু সন্তান নেই, অথবা নিঃসন্তান, তাদের জন্য কাজ করার বাধ্যবাধকতা আরোপের ক্ষমতা অঙ্গরাজ্যগুলোকে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। ট্রাম্পে ওই প্রস্তাবিত স্বাস্থ্যনীতিতে অঙ্গরাজ্যগুলো নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার কথা বলা হয়।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!