X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চীনে দুটি স্বর্ণ খনিতে দুর্ঘটনায় নিহত ১১

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৭, ১৮:৫১আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৮:৫২

চীনে খনিতে দুর্ঘটনার ফাইল ছবি চীনের হেনান প্রদেশের দুটি স্বর্ণখনিতে পৃথক দুর্ঘটনায় ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। শুক্রবার এ দুটি দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। প্রশাসন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে রয়টার্স।

চীনের কমিউনিস্ট পার্টির নাগরিক কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০ টা ৩৬ মিনিটে লিংবাও নগরীতে চায়না ন্যাশনাল গোল্ড গ্রুপের কিনলিং স্বর্ণখনি ধোঁয়ায় ঢেকে গেছে। সেখানে ১২ শ্রমিক ও মাকিলপক্ষের ছয় কর্মী আটকা পড়েন।

বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার রাতে উদ্ধারকর্মীরা খনি থেকে সাতটি লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে একজন হাসপাতালে মারা যান। অপর ৯ জন আশঙ্কামুক্ত রয়েছেন।

নগরীর জরুরি সেবার কর্মকর্তারা জানান, শনিবার সকালেও আটকে পড়া শ্রমিকদের একজন নিখোঁজ ছিলেন। খনির ভেতর বিষাক্ত কার্বন মনোক্সাইডের মাত্রা অনেক বেশি থাকায় ও এক মিটারের কম দূরের জিনিসও দেখতে না পাওয়ায় তল্লাশি ও উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে।

শনিবার প্রাদেশিক কর্মস্থান সুরক্ষা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পাশের একটি স্বর্ণ খনিতেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর তিনটায় সেখানে দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় খনির ভেতর ছয় শ্রমিক আটকা পড়েন। দিনভর উদ্ধার অভিযান চালিয়ে বিকেল সাড়ে পাঁচটায় চার শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় আটকা পড়া অপর দুই শ্রমিককে মৃত পাওয়া গেছে।

চীনে প্রায়ই কয়লা ও স্বর্ণ খনিতে দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে। সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে রাষ্ট্রীয় পরিচালনাধীন একটি খনিতে দুর্ঘটনায় মৃত্যু ১৭ জনের। এর আগে গত বছর ৩ ডিসেম্বর একটি কয়লা খনিতে বিস্ফোরণে মৃত্যু হয় ৩২ জনের। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!