X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ব্রিটিশ পার্লামেন্টের হামলা-রহস্য উন্মোচন নিয়ে সংশয়

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৭, ১৩:৪৩আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৩:৫২
image

 

লন্ডন হামলা সন্দেহভাজন খালিদ মাসুদ একাই ব্রিটিশ পার্লামেন্টে হামলা চালিয়েছিলেন বলে দাবি করেছে লন্ডনের মেট্রোপলিট্রন পুলিশ। তারা জানিয়েছে, পরবর্তী আর কোনও সম্ভাব্য হামলা-পরিকল্পনা সম্পর্কে জানা যায়নি। লন্ডন পুলিশের একজন শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একা হামলা চালিয়ে খালিদ নিহত হওয়ায় হামলার উদ্দেশ্য সম্পর্কে জানার ব্যাপারে সংশয় তৈরি হয়েছে।

২২ মার্চ ২০১৭ বুধবার ওয়েস্টমিনস্টার সেতুর ওপর দিয়ে পার্লামেন্টের দিকে আসার পথে সজোরে গাড়ি চালিয়ে তা পথচারীদের ওপর উঠিয়ে দেন এক হামলাকারী। সেসময় বেশ কয়েকজন হতাহত হন। পরে গাড়িটি পার্লামেন্টের নিরাপত্তাবেষ্টনীতে গিয়ে আঘাত হানে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামলাকারী ৮ ইঞ্চি ছুরি নিয়ে পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে এক পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করেন তিনি। তখন পুলিশ হামলাকারীকে গুলি করে তাকে রুখে দেয়। গুলিতে নিহত হয় হামলাকারী। পরে লন্ডন পুলিশ দাবি করে, সন্দেহভাজন হামলাকারীর নাম খালিদ মাসুদ। সহিংস অপরাধের অভিযোগে কারাগারে থাকার সময় খালিদ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন বলে ধারণা করা হচ্ছে।  কারাগারে থাকার সময়ই খালিদ ইসলামী উগ্রপন্থায় আগ্রহী হন বলে মনে করা হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার নেইল বাসু বলেছেন, ‘সে এটা কেন করলো তা হয়তো আমরা কখনও বুঝতে পারবো না, এমন একটি সম্ভাবনাও আছে আর আমাদের সবাইকে তা অবশ্যই মেনে নিতে হবে।’

যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টারে হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক হওয়া ১১ জনের মধ্যে ৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আর কোনও ব্যবস্থা নেওয়া হবে না। আটককৃত দুই নারীকে মার্চ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। আর বাকি দুই ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নেইল বাসু বলেন, ‘আমরা এখনও বিশ্বাস করি মাসুদ ওই দিন একাই এ কাজ করেছে, আর কোনো হামলার পরিকল্পনা করা হয়েছে বলে কোনো গোয়েন্দা তথ্য বা ইঙ্গিত পাওয়া যায়নি।’

৮২ সেকেন্ডের মধ্যে পুরো হামলার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে গোয়েন্দারা। বাসু বলেন, ‘যদি সে একাই এই হামলার প্রস্তুতি নিয়ে থাকে, তাহলেও আমাদের পরিষ্কারভাবে জানতে হবে সে কেন এমন কাজ করলো, লন্ডনবাসীদের আশ্বস্ত করতে তা জানতে হবে।’ মাসুদ কি সন্ত্রাসী প্রপাগান্ডায় প্ররোচিত হয়ে একাই এ কাজ করেছে? না অন্য কেউ তাকে উৎসাহিত করেছে, সমর্থন দিয়েছে বা পরিচালনা করেছে, তা নিশ্চিত হতে দৃঢ় প্রতিজ্ঞ আমরা। ‘যদি অন্য কেউ এতে জড়িত থাকে, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে।’ মাসুদের পরিচিতদের পুলিশের সঙ্গে কথা বলার আহ্বানও জানিয়েছেন নেইল।

/বিএ/

সম্পর্কিত
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন
মিসরের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের পথে ইইউ
সর্বশেষ খবর
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আসামিদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
জবি শিক্ষার্থী মীমের অভিযোগের বিষয়ে যা বললেন ডিবি হারুন
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
মেয়াদোত্তীর্ণ কমিটির ব্যাপারে যা বললেন আ.লীগ সাধারণ সম্পাদক
গানের শহরে খালিদ খালিদ কান্না...
গানের শহরে খালিদ খালিদ কান্না...
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই