X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৭, ২১:৫১আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১২:০১

অ্যালেক্সেই নাভালনি রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মস্কোতে নিজ দল প্রগ্রেস পার্টি’র দুর্নীতিবিরোধী এক বিক্ষোভ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিক্ষোভকারীরা রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। তারা অ্যালেক্সেই নাভালনি’কে গ্রেফতার থেকে পুলিশকে নিবৃত্ত করার ব্যর্থ চেষ্টা চালান।

মানবাধিকার সংগঠন ওভিডি ইনফো বলছে, মস্কোতে অন্তত ১৩০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এছাড়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর পিপার স্প্রে বা মরিচের গুঁড়া নিক্ষেপ করে পুলিশ। মস্কোর বাইরে রাশিয়ার অন্যান্য শহরেও বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। গ্রেফতার হন অনেকে।

মস্কোয় কয়েক হাজার মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

রবিবারের বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও পতন কামনা করেন। বিক্ষোভকালে মস্কোর রাজপথে ‘পুতিনের পতন হোক’, ‘পুতিন-মুক্ত রাশিয়া চাই’ প্রভৃতি স্লোগান দেন বিক্ষোভকারীরা।

গ্রেফতারের পর টুইটারে দেওয়া এক পোস্টে আন্দোলন অব্যাহত রাখতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান অ্যালেক্সেই নাভালনি। এতে তিনি বলেন, ‘ভাইয়েরা, আমি ভালো আছি। আমাকে মুক্ত করতে আন্দোলনের প্রয়োজন নেই। আমাদের প্রধান উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। মস্কোর রাজপথে অবস্থান করে আপনারা এই আন্দোলন চালিয়ে যান।’

রাশিয়ায় দুর্নীতিবিরোধী প্রচারণার জন্য বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি সুপরিচিত। ইতোপূর্বে এক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা হারান। ফলে ২০১৮ সালে অনুষ্ঠিতব্য রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারিয়েছেন। তবে অ্যালেক্সেই নাভালনি বলছেন, রাজনৈতিক বিবেচনায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে ওই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ডোনেস্কের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট