X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
৯ বৈশাখ ১৪৩১

বেইজিংপন্থী নারী হংকংয়ের নতুন নেতা, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশাবাদ

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৭, ১৪:৩৩আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৪:৩৯
image

ক্যারি লাম পূর্ব ধারণা অনুযায়ী প্রথম নারী হিসেবে বেইজিং সমর্থিত প্রার্থী ক্যারি লাম হংকংয়ের নতুন নেতা নির্বাচিত হয়েছেন। আসছে ১ জুলাই আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করার কথা রয়েছে তার। তবে শহরের গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্টদের অনেকে তার বিরোধিতা করছেন। লামের বিজয়ের নেপথ্যে বেইজিং হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ তাদের। তা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আশাবাদ জানিয়েছেন নতুন নেতা।
উল্লেখ্য, ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে হস্তান্তর করে ব্রিটেন। মৌলিক আইন সম্বলিত চীনের অধীনস্ত একটি সংবিধান রয়েছে এই সাবেক ব্রিটিশ উপনিবেশটির। যার মাধ্যমে কিছু সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়। গত ৫০ বছর ধরে চলা চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ওই সংবিধান। হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচনে জনগণের সরাসরি ভোটের ব্যবস্থা নেই। ১ হাজার ২০০ জনের একটি কমিটি এই ভোট দেওয়ার অধিকার পায়। কমিটিটি বেইজিংপন্থী হওয়ায় সব সময়ই তারা চীনের পছন্দের কাউকে হংকংয়ের প্রধান পদে দেখতে চায়। এবারের নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি। চীনপন্থী নেতা ক্যারি লামই নতুন নেতা হয়েছেন।
বিজয়ের পর ৫৯ বছর বয়সী ক্যারি লাম বলেছেন, তিনি হংকংয়ের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি বহাল রাখবেন। সেখানকার মৌলিক মূল্যবোধগুলোর সুরক্ষা দেবেন। এসবের মধ্যে রয়েছে মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ।
২০১৪ সালে গড়ে উঠা ‘আমব্রেলা’ নামের আন্দোলনে হংকংয়ের সংবিধান পরিবর্তনের আহ্বান জানানো হয়। ক্রমেই দানা বাঁধতে শুরু করে স্বাধিকারের স্বপ্ন। চীনের কর্তৃত্ব-বলয় থেকে বের হয়ে আসা যায়। আন্দোলনের সময় বিশ্বের অন্যতম বাণিজ্যিক রাজধানী হংকং কার্যত অচল হয়ে পড়েছিল। হংকংয়ের রাজনীতি-অর্থনীতিসহ যাবতীয় বিষয়ে চীন ‘মাত্রাতিরিক্ত নাক গলাচ্ছে’ বলে অভিযোগ তুলেছিল আন্দোলনকারীরা। তবে চীন ওই আন্দোলনের স্বীকৃতি দেয়নি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর বিশ্লেষণ করে দেখা গেছে, হংকংবাসীর এমন একটি নতুন নেতৃত্বের প্রত্যাশা ছিল; যারা চীনের বিরুদ্ধে জনসাধারণের জোরালো অবস্থানকে সামনে নিয়ে আসতে পারবে। তবে জনসাধারণের প্রত্যাশা পূরণ হয়নি।

রাজনীতি বিশ্লেষক মা নক মনে করছেন, ‘কেবল বেইজিংয়ের সমর্থনের কারণেই তিনি নির্বাচিত হয়েছেন।’

১ জুলাই তারিখে ব্রিটেন হংকং-কে চীনের কাছে হস্তান্তর করেছিল। এ ঘটনার ২০ বছর পূর্তির একই তারিখেই আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন লাম। ওইদিন চীনা প্রধানমন্ত্রী শি জিনপিং হংকং সফর করবেন বলে মনে করা হচ্ছে।

সমালোচকেরা বলছেন, ক্যারি লামের নেতৃত্বে বিভক্তি বাড়বে। ক্যারি লাম হংকং এর বিদায়ী প্রধান নির্বাহী লিউং ডেপুটি ছিলেন। চীনপন্থী লিউং-এর সঙ্গে লামের কাজের ক্ষেত্রে ঘনিষ্ঠতার কারণে লামের ব্যাপারে সমালোচকরা আরও বেশি সন্দিহান হয়ে উঠেছেন। অন্যদিকে লাম প্রতিশ্রুতি দিয়েছেন হংকংকে ঐক্যবদ্ধ করার।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
সর্বশেষ খবর
অভিনেতা জোভান-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
অভিনেতা জোভান-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
‘সাইবার স্পেসে নারীর নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হচ্ছে’
‘সাইবার স্পেসে নারীর নিরাপত্তা নানাভাবে বিঘ্নিত হচ্ছে’
ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা
ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
আজকের আবহাওয়া: ৩ বিভাগে বৃষ্টির আভাস এবং কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: ৩ বিভাগে বৃষ্টির আভাস এবং কোথায় কেমন গরম পড়বে
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!