X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

রুশ বিরোধীদলীয় নেতা নাভালনি’র ১৫ দিনের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৭ মার্চ ২০১৭, ১৯:৩৯আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৯:৪০

অ্যালেক্সেই নাভালনি রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে গ্রেফতারের পর ১৫ দিনের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। সোমবার এ রায় দেয় মস্কোর একটি আদালত। রবিবার মস্কোতে নিজ দল প্রগ্রেস পার্টি’র দুর্নীতিবিরোধী এক বিক্ষোভ থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভের সময় তিনি পুলিশের নির্দেশ অমান্য করেছেন।

১৫ দিনের কারাদণ্ডের পাশাপাশি মস্কোর একটি আদালত নাভালিনকে বিক্ষোভ আয়োজনের ২০ হাজার রুবল জরিমানা করেছে। সরকার এই বিক্ষোভ আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছিল।

এ বিক্ষোভের পর রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বিরোধীদের বিরুদ্ধে আইনভঙ্গ ও সহিংসতায় উসকানির অভিযোগ এনেছে।

রবিবার বিক্ষোভকারীরা রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। তারা অ্যালেক্সেই নাভালনি’কে গ্রেফতার থেকে পুলিশকে নিবৃত্ত করার ব্যর্থ চেষ্টা চালান।

মানবাধিকার সংগঠন ওভিডি ইনফো বলছে, মস্কোতে অন্তত ১৩০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এছাড়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর পিপার স্প্রে বা মরিচের গুঁড়া নিক্ষেপ করে পুলিশ। মস্কোর বাইরে রাশিয়ার অন্যান্য শহরেও বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। গ্রেফতার হন অনেকে।

মস্কোয় কয়েক হাজার মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

গ্রেফতারের পর টুইটারে দেওয়া এক পোস্টে আন্দোলন অব্যাহত রাখতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান অ্যালেক্সেই নাভালনি। এতে তিনি বলেন, ‘ভাইয়েরা, আমি ভালো আছি। আমাকে মুক্ত করতে আন্দোলনের প্রয়োজন নেই। আমাদের প্রধান উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। মস্কোর রাজপথে অবস্থান করে আপনারা এই আন্দোলন চালিয়ে যান।’

রাশিয়ায় দুর্নীতিবিরোধী প্রচারণার জন্য বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি সুপরিচিত। ইতোপূর্বে এক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা হারান। ফলে ২০১৮ সালে অনুষ্ঠিতব্য রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারিয়েছেন। তবে অ্যালেক্সেই নাভালনি বলছেন, রাজনৈতিক বিবেচনায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে ওই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
রাশিয়া জিতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ইউক্রেন
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি