X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার উদ্যোগে আবারও যুক্তরাষ্ট্রের বাধা

শাহেরীন আরাফাত
২৮ মার্চ ২০১৭, ১৮:৪০আপডেট : ২৮ মার্চ ২০১৭, ২৩:৫৬

বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার উদ্যোগে আবারও যুক্তরাষ্ট্রের বাধা ওবামা প্রশাসনের ধারাবাহিকতায় এবার রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার উদ্যোগ বাধাগ্রস্ত করতে শুরু করেছেন। পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে সোমবার থেকে শুরু হতে যাওয়া এক আন্তর্জাতিক আলোচনা প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। মার্কিন মিত্রদেরও সঙ্গে টানছেন ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এরইমধ্যে আরও ২০টি দেশের আলোচনা প্রত্যাখ্যানের খবর দিয়েছে।  বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বেসরকারী সংস্থা এর সমালোচনা করেছে।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে আহ্বান জানিয়ে আসলেও এবারই প্রথম এতে নিষেধাজ্ঞা আরোপের জন্য আন্তর্জাতিক চুক্তি গঠনে আলোচনার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। গত ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই আলোচনার সিদ্ধান্ত হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১৩টি। বিপক্ষে ভোট পড়ে ৩৫টি। ১৩টি দেশ ভোট দানে বিরত থাকে।

পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইসরায়েল এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল। এমনকি যে দেশটি পারমাণবিক বোমার আঘাতে সবচেয়ে বাজেভাবে আক্রান্ত হয়েছিল, সেই জাপানও ‘না’ ভোট দিয়েছে। চীন, ভারত ও পাকিস্তান ভোট দানে বিরত থাকে।  অপরদিকে, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও সুইডেন এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। কয়েকশ’ এনজিও তাদের এই উদ্যোগে সমর্থন যুগিয়েছে।  

সোমবার থেকে শুরু হতে যাওয়া ওই আলোচনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি যখন আলোচনা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত ঘোষণা করেন, তখন তার সঙ্গে ছিল আরও ২০ দেশের সমর্থন। এসব দেশের মধ্যে যুক্তরাজ্য এবং ফ্রান্সের মতো পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ ছাড়াও রয়েছে দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং পূর্ব ইউরোপের কয়েকটি দেশ।

বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার উদ্যোগে আবারও যুক্তরাষ্ট্রের বাধা

আন্তর্জাতিক বিভিন্ন  সংবাদমাধ্যমের খবর থেকে জানা গেছে, বেশিরভাগ ন্যাটোভুক্ত দেশই পারমাণবিক অস্ত্রে নিষেধাজ্ঞা বিষয়ক আলোচনা চায় না। সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি পারমাণবিক নিষেধাজ্ঞা প্রস্তাবের বিরোধিতা করা ২০ দেশের গ্রুপে দেওয়া ভাষণে বলেন, ‘একজন মা ও মেয়ে হিসেবে আমি আমার পরিবারের জন্য পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের বেশি কিছু চাই না। তবে আমাদের বাস্তবতা বিচার করতে হবে।’

উত্তর কোরিয়া ও ইরানের প্রসঙ্গ তুলে ধরে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেন। তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘কেউ কি এ কথা বিশ্বাস করবে যে, পারমাণবিক অস্ত্রে দেওয়া নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়া রাজি হবে?’ যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে উত্তর কোরিয়াও ওই আলোচনার বিপক্ষে অবস্থান নিয়েছে। তবে ইরানের পারমাণবিক অস্ত্র নেই। পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের কথা বলে তারা ছয় শক্তিধর দেশের সঙ্গে চুক্তিও করেছে। দেশটি এই পারমাণবিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় অংশ নিতে আগ্রহী বলে জানিয়েছে। এ প্রসঙ্গে নিকি বলেন, ‘ইরান একে সমর্থন করবে, এতে অবাক হওয়ার কী আছে?’ 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি রোসালিন্ড জর্ডান জাতিসংঘ সদর দফতর থেকে জানান, বর্তমান ট্রাম্প প্রশাসনই শুধু নয়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনও এমন আলোচনার বিরোধিতা করেছে এবং তখন এর বিপক্ষে ভোট দিয়েছিল। তিনি আরও জানান, পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা নিয়ে এই আলোচনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থানের ফলে তাতে ন্যাটোভুক্ত সদস্য দেশগুলোও সমর্থন দিতে আগ্রহ প্রকাশ করেছে। মার্কিন অবস্থানের পক্ষে সমর্থন জানিয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ম্যাথিউ রাইক্রফট বলেছেন, ‘আমরা মনে করি না যে, এমন আলোচনায় বিশ্বব্যাপী পারমাণবিক নিরস্ত্রীকরণে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।’ 

জাতিসংঘে ফ্রান্সের উপরাষ্ট্রদূত অ্যালেক্সি লামেক বলেন, ‘পারমাণবিক নিষেধাজ্ঞার জন্য এটা সঠিক সময় নয়।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে বিশ্বব্যাপী যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে আমাদের দেশগুলোতে নিরাপত্তা ও স্থিতিশীলতায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।’

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে পারমাণবিক দৌড়ে সবার উপরে দেখতে চান তিনি। এজন্য ট্রাম্প বিভিন্ন সময়ে ওবামা প্রশাসনের তীব্র সমালোচনা করলেও পারমাণবিক অস্ত্রে নিষেধাজ্ঞার বিরোধিতায় তিনি ওবামার ধারাবাহিকতাই রক্ষা করছেন। 

বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার উদ্যোগে আবারও যুক্তরাষ্ট্রের বাধা

রাশিয়া ও চীনের সঙ্গে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে জড়ালেও এ ক্ষেত্রে দুটো দেশই মার্কিন সিদ্ধান্তের পদাঙ্ক অনুসরণ করছে। তবে তারা মার্কিন নেতৃত্বাধীন বিরোধিতাকারীদের গ্রুপে যোগ দেয়নি। গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মস্কোতে বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, তার সরকার বিশ্বব্যাপী পারমাণবিক নিষেধাজ্ঞা সমর্থন করে না। আর এ ক্ষেত্রে তারা মার্কিন অবস্থানকে সমর্থন করেন বলেও লাভরভ জানিয়েছেন।

এদিকে পরমাণু অন্ত্রের প্রশ্ন মার্কিন অবস্থানের সমালোচনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও এনজিও। হিরোসিমায় পারমাণবিক বোমার আঘাত সহ্য করেও বেঁচে যাওয়া তোশিকি ফুজিমোরি হাজির হয়েছে এই আলোচনায়। তিনি কূটনীতিকদের অনুরোধ করে বলেছেন, ‘আমি আজ পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে জাতিসংঘে উপস্থিত হয়েছি। কেউ কোনও দেশে আর সেই ভয়াবহতা দেখতে চাইবে না।’ 

পারমাণবিক অস্ত্র-বিরোধী সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপনস-এর নির্বাহী পরিচালক বেট্রিস ফিন বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত হ্যালি এবং অন্যান্যরা আজ শেষ মুহূর্তে যে বিরোধিতা করেছে, তাতে পারমাণবিক নিষেধাজ্ঞা বাস্তবে কতোটা প্রভাব ফেলতে পারে, সেটা আরও পরিষ্কার হয়েছে।’

বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত করার উদ্যোগে আবারও যুক্তরাষ্ট্রের বাধা

তবে এই আলোচনার বিষয়ে ফিন খুবই আশাবাদী। তিনি বলেন, ‘যদি পারমাণবিক অস্ত্রের প্রধান উৎপাদক দেশগুলো এবারের আলোচনায় অংশ নিতে না চায়, তবুও এই উদ্যোগের এক বিশাল প্রভাব রয়েছে।’ উদাহরণ হিসেবে তিনি রাশিয়ার কথা উল্লেখ করে বলেন, ‘রাশিয়ার দিকে তাকান, তারা সিরিয়ায় কাস্টার বোমা ফেলার কথা অস্বীকার করেছে। কেন? তারা কাস্টার বোমা নিষেধাজ্ঞা চুক্তিতে স্বাক্ষর করেনি। কিন্তু তারা জানেন এটা খারাপ।’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক পারমাণবিক অস্ত্রবিরোধী সংগঠন প্লাওশেয়ার্স ফান্ডের তথ্য বলছে, ব্রিটেন, ফ্রান্স, ভারত, পাকিস্তান, চীন ও ইসরায়েলেল মতো বিশ্বের অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোও মনে করে ২০০-৩০০ পারমাণবিক অস্ত্র যথেষ্ট। বিপরীতে রাশিয়ার হাতে ৭ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের রয়েছে ৬ হাজার ৮০০টি। ফেব্রুয়ারিতে স্টার্ট চুক্তির ব্যাপারে পুতিনের সঙ্গে কথা বলেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংখ্যা কমাতে চাইলেও ডোনাল্ড ট্রাম্প বাড়ানোর পক্ষে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, আলজাজিরা।

/বিএ/ 

সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
শিগগিরই অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা: তথ্য প্রতিমন্ত্রী
শিগগিরই অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা: তথ্য প্রতিমন্ত্রী
ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা
ইরান ইস্যুতে তৃতীয় বৈঠকে বসছে ইসরায়েলের মন্ত্রিসভা
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নেপাল ও ভুটান সফরে গেলেন পররাষ্ট্র সচিব
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
নাহিদের আগুন বোলিংয়ে হারলো মোহামেডান
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের