X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার জন্য ফের গণভোটের পক্ষে স্কটল্যান্ড

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৯ মার্চ ২০১৭, ০৭:০৭আপডেট : ২৯ মার্চ ২০১৭, ০৭:২৮

স্কটল্যান্ডের পার্লামেন্টে গণভোটের প্রস্তাব রাখছেন নিকোলা স্টার্জন যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পেতে দ্বিতীয়বারের মতো গণভোট আয়োজনের পক্ষে সমর্থন জানিয়েছে স্কটল্যান্ডের পার্লামেন্ট। মঙ্গলবার (২৮ মার্চ) গণভোটের জন্য স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জনের প্রস্তাবটি ৬৯-৫৯ ভোটে বিজয়ী হলে ফের স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের পথ সুগম হলো। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগেই বলে রেখেছেন, ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তিনি গণভোটের আয়োজনকে ঠেকিয়ে দেবেন। আজ বুধবার (২৯ মার্চ) এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার কথা রয়েছে তার।
নিকোলা স্টার্জন তার গণভোটের প্রস্তাবে বলেছেন, ২০১৮ সালের শেষার্ধ বা ২০১৯ সালের শুরুর দিকে স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য গণভোট আয়োজন করা যেতে পারে। তবে গণভোট আয়োজনের সময় আলোচনাসাপেক্ষে হতে পারে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।
সোমবার নিকোলা স্টার্জনের সঙ্গে থেরেসা মে’র বৈঠক এর আগে গত সোমবার (২৭ মার্চ) গ্লাসগোতে স্টার্জনের সঙ্গে সাক্ষাৎ করেন থেরেসা মে। ওই সময় তিনি বলেছিলেন, এখন গণভোটের সময় নয়। এখন আমাদের গোটা যুক্তরাজ্যের জন্য বেক্সিটের সুফল নিশ্চিত করার বিষয়ে মনোযোগী হওয়া উচিত।
তবে স্কটল্যান্ডের পার্লামেন্টে গণভোটের পক্ষে রায় আসার পর স্টার্জন বলেন, ‘আমি আশা করি, যুক্তরাজ্য সরকার স্কটিশ পার্লামেন্টের এই আকাঙ্ক্ষাকে সম্মান জানাবে। যদি তারা সেই সম্মান দেখায় তবে তাদের সঙ্গে আস্থা ও সমঝোতার মানসিকতা নিয়েও আমি আলোচনায় বসতে আগ্রহী।’
তবে যুক্তরাজ্য পার্লামেন্টকে সতর্ক করে দিয়ে স্টার্জন বলেন, ‘কিন্তু তারা (যুক্তরাজ্য সরকার) যদি আমাদের আকাঙ্ক্ষাকে সম্মান না দেখায়, তবে ইস্টারের ছুটির পর পার্লামেন্টে ফিরে গিয়ে স্কটিশ পার্লামেন্টের এই আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে করণীয় নির্ধারণ করব।’
প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালেও স্বাধীনতার প্রশ্নে গণভোটে অংশ নেয় স্কটল্যান্ড। তবে ওই গণভোটে স্কটল্যান্ডের বেশিরভাগ নাগরিকই যুক্তরাজ্যের অংশ হিসেবে থেকে যাওয়ার পক্ষে রায় দেন। এর মধ্যে গত বছরের জুনে গোটা যুক্তরাজ্য ব্রেক্সিট গণভোটে অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলে নতুন করে আলোচনায় আসে স্কটল্যান্ডের স্বাধীন হওয়ার প্রসঙ্গটি। এরই ধারাবাহিকতায় স্কটিশ পার্লামেন্ট পুনরায় যুক্তরাজ্য থেকে স্বাধীন হওয়ার জন্য গণভোট আয়োজনের পক্ষে সিদ্ধান্ত নিলো।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরুর এই সময়টি যুক্তরাজ্যের সাম্প্রতিক ইতিহাসের ‘সবচেয়ে তাৎপর্যপূর্ণ সময়’। মঙ্গলবার বার্মিংহামে বিনিয়োগকারীদের এক ফোরামে তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) আমরা ইইউয়ের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক শুরুর বিষয়ে আলোচনা শুরু করছি। বৈশ্বিকভাবে ব্রিটেনের জন্য আরও কত ভালো ফলাফল নিয়ে আসা যায়, সেই সুযোগ গ্রহণের জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ।’
ওই বক্তব্যে তিনি আজ বুধবার শুরু হতে যাওয়া ব্রেক্সিট প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনার কথা উল্লেখ করেন। গত বছরের জুনে ব্রেক্সিট গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় আসার নয় মাস পর তিনি এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন। লিসবন চুক্তির ৫০তম অনুচ্ছেদ সক্রিয় করার মাধ্যমে শুরু হবে ইইউ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের প্রক্রিয়াটি। এ প্রক্রিয়া সম্পন্নের জন্য সময় মিলবে দুই বছর।

আরও পড়ুন-

টিউলিপের ভাষণের পর ‘জয় বাংলা’ ধ্বনি ব্রিটিশ পার্লামেন্টে

/এমএ/টিআর/

সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
সর্বশেষ খবর
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি