X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

মসুলে বেসামরিক হত্যাকাণ্ডের পক্ষে মার্কিন জেনারেলের সাফাই

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৭, ০৯:৫৩আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৫:০৪
image

মসুলে বেসামরিক হত্যাকাণ্ডের পক্ষে মার্কিন জেনারেলের সাফাই

মসুলে বেসামরিক হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাইলেন সিনিয়র মার্কিন জেনারেল জোসেফ ভোটেল। ইরাকের মসুলে অভিযান চলাকালীন বেসামরিক নাগরিক যেন নিহত না হন সে বিষয়ে নিজেরা খুবই সতর্ক বলে দাবি করেন তিনি। তার দাবি, ওই সতর্কতা সত্ত্বেও জনবহুল মসুলে বেসামরিক হতাহতের ঘটনা ঠেকানো খুব কঠিন।  জেনারেল ভোটেল বলেন, সম্প্রতি মসুলে মার্কিন বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

১৭ মার্চের ওই ঘটনায় মার্কিন জোটের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে এই ঘটনায় আইএসেরও ভূমিকা রয়েছে বলে দাবি তাদের। স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সেদিন আল-জায়েদা জেলায় অন্তত ২৪০ জন বেসামরিক প্রাণ হারিয়েছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জেনারেল জোসেফ ভোটেল বলেন, তারা একটি স্ট্যান্ডার্ড মেনে চলার চেষ্টা করেন, কিন্তু মসুলের মতো জনবহুল স্থানে এটা মেনে চলা খুবই কঠিন। তিনি বলেন, ‘আমি মানছি যে এমন শহরে সবকিছু মেনে চলা খুবই কঠিন। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ভোটের আর্মড কমিটির বৈঠকে একথা বলেন। কর্মকর্তারা জানান, যুদ্ধ এখন খুবই মারণাত্মক অবস্থায় হওয়ায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি অনুমিতই ছিল।

তবে যতই সতর্কতার দাবি করুক না কেন, এই ঘটনার জন্য মানবাধিকার সংগঠনগুলোর তোপের মুখেই পড়তে হয়েছে যুক্তরাষ্ট্রকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এত বেসামরিক নাগরিক নিহত হওয়ার ব্যাপারে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

ভোটেলের দাবি, বেসামরিক নাগরিকদের প্রতি যুক্তরাষ্ট্র সতর্কতা ও দুর্বলতার সুযোগ নিয়ে আইএস তাদের ব্যবহার করছে। এই বুধবারও মসুলের আল নুরি মসজিদের কাছেই আইএস ও ইরাকি পুলিশের গুলি বিনিময় হয়েছে। তবে ১৭ মার্চ কি হয়েছিল সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি।

সূত্র : রয়টার্স

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘বাংলাদেশের মতো রাশিয়ার নির্বাচনেও হস্তক্ষেপের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র’
নেতানিয়াহুর সঙ্গে সোমবার ফোনালাপ করবেন বাইডেন
রাশিয়াকে ৭ হাজার কনটেইনার গোলাবারুদ সরবরাহ করেছে উ. কোরিয়া: সিউল
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই