X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের সংশোধিত মুসলিম নিষেধাজ্ঞায় স্থগিতাদেশের মেয়াদ বাড়লো

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৭, ১৬:৪৯আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২৩:২২

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভরত এক নারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশোধিত মুসলিম নিষেধাজ্ঞায় ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন হাওয়াই অঙ্গরাজ্যের এক ফেডারেল বিচারক। বুধবার বিচারক ডেরিক ওয়াটসন এ রায় দেন। বিচারকের রায় অনুসারে, আদালতে না ওঠা পর্যন্ত ট্রাম্পের এ নিষেধাজ্ঞা স্থগিত থাকবে। ফলে স্থগিতাদেশটির মেয়াদ অনির্দিষ্টকাল হয়েছে।

চলতি জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরই সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প। বিশ্বজুড়ে তুমুল সমালোচনা ও আইনি লড়াইয়ে হেরে যাওয়ার নিষেধাজ্ঞাটি সংশোধন করেন ট্রাম্প। সংশোধিত নিষেধাজ্ঞায় ইরাককে বাদ দিয়ে ৬টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। ৬ মার্চ মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবায়ন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে হাওয়াই অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক ট্রাম্পের এই নির্বাহী আদেশ বাস্তবায়নে স্থগিতাদেশ জারি করেন। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হলো।

বিচারক ওয়াটন হাওয়াই অঙ্গরাজ্যের অ্যাটর্নি ও দেশটির জাস্টিস বিভাগের যুক্তিতর্ক শোনার পর বুধবার স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির রুল জারি করেন।

হাওয়াই অঙ্গরাজ্যের পক্ষ থেকে বলা হয়, এই নিষেধাজ্ঞার ফলে দেশের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হবে এবং বিদেশি শিক্ষার্থী ও কর্মী নিয়োগ কঠিন হয়ে যাবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হবে। ফেব্রুয়ারিতে এই আপিল আদালতেই ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার ওপর জারি করা সিয়াটলের বিচারকের রায় বহাল রাখে।

জানুয়ারিতে ট্রাম্প আরোপিত মূল নিষেধাজ্ঞাটি আইনি চ্যালেঞ্জে হেরে যাওয়ার পর সম্প্রতি দ্বিতীয় দফায় নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়। আগের নিষেধাজ্ঞা সংশোধন করে নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও আদতে তা আগের নিষেধাজ্ঞার মতো করেই মুসলিমদেরকে টার্গেট করা হয়েছে। সূত্র : বিবিসি

/এমএইচ/এএ/

সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা