X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের আগে উত্তেজনা কমাতে তৎপর চীন

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৭, ১৬:২০আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৭:৪৮
image

জিনপিং-ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পরও নমনীয় কথা বলছে বেইজিং। চীনা প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখেই দেশটির কতৃপক্ষ উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই কথা জানিয়েছেন।

ট্রাম্প আভাস দিয়েছেন, ফ্লোরিডার মার-আ-লাগোতে অনুষ্ঠিতব্য বৈঠক উত্তেজনাপূর্ণই হবে। বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এটা হবে এক কষ্টকর বৈঠক।’ তিনি আশা করছেন এই বৈঠকে দক্ষিণ চীন সাগরে উত্তর কোরিয়া ও চীনের অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পার্থক্য কমিয়ে আনা সম্ভব হবে। তবে বৈঠকে ঠিক আগমুহূর্তে বাণিজ্য খাতে দুটি নির্বাহী আদেশ জারি করার মধ্য দিয়ে চীনের প্রতি হুমকিই দেন ট্রাম্প।   

মার্কিন বাণিজ্য দফতর থেকে অভিযোগ করা হয়েছে, চীনা কোম্পানিগুলো অধিক উৎপাদনের মাধ্যমে বাজারে স্টিল ও অ্যালুমিনিয়ামের মূল্য কমিয়ে দিয়েছে।

তবে মার্কিন পদক্ষেপ ও বক্তব্যের বিপরীতে এবার চীনের প্রতিক্রিয়া ছিল খুবই নমনীয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেছেন, তারা বাণিজ্যে সহযোগিতা আশা করছেন।

লু কাং আরও বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে যে সমস্যা রয়েছে, তা উভয় পক্ষের জন্য সম্মানজনক ও পারস্পরিক লাভজনক পন্থায় সমাধান করা উচিত। সেই সঙ্গে চীনা-মার্কিন বাণিজ্য সম্পর্কে স্থিতিশীল উন্নয়ন জারি রাখাটা জরুরি।’ নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চীনা প্রেসিডেন্টের এই আলোচনা যে খুব সহজভাবে নিচ্ছে না হোয়াইট হাউস, তা মুখপাত্র শন স্পাইসারের কথায় স্পষ্ট। তিনি বলেন, ‘ট্রাম্প চীনের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে মার্কিন শ্রমিকরা যেসব  চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সমাধানের বিষয়টি তিনি নিশ্চিত করতে চান।’

এর আগে বাণিজ্য বৈষম্যের বিষয়টি উল্লেখ করে চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝেং জেগুয়াং বলেন, ‘আমরা জানি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আছে। তবে এর মূল কারণ হলো দুটি দেশের মধ্যকার আর্থিক কাঠামোর ভিন্নতা।’ সেবা খাতে চীনের বাণিজ্য ঘাটতি আছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি উত্তেজনা কমিয়ে আনতে আরও বলেন, ‘চীন ইচ্ছাকৃতভাবে বাণিজ্য ঘাটতি তৈরি করেনি। আমরা ইচ্ছাকৃতভাবে রফতানি বাড়তে মুদ্রা নিয়ন্ত্রণ করিনি। এটা আমাদের নীতি নয়।’

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!