X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইকুয়েডরের নির্বাচনের ফল নির্ধারণ করবে অ্যাসাঞ্জের ভাগ্য

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০১৭, ২১:২৮আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ০০:১৭

জুলিয়ান অ্যাসাঞ্জ ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে রবিবার। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটির ১৫ মিলিয়ন মানুষ তাদের নতুন শাসক নির্বাচন করবেন। একই সঙ্গে এ নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের গোপন নথি ফাঁসকারী বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভবিষ্যত কী হবে তাও নির্ধারণ করে দিতে পারে।

ইকুয়েডর থেকে কয়েক হাজার মাইল দূরে লন্ডনে দেশটির দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন অ্যাসাঞ্জ। প্রায় সাড়ে চার বছর ধরেই ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন তিনি। লন্ডনে থাকলেও ইকুয়েডরের নির্বাচনে নিশ্চিতভাবেই তীক্ষ্ম নজর রাখছেন অ্যাসাঞ্জ।

ইকুয়েডরের বর্তমান বিরোধী নেতা গিলেরমো লাসো ঘোষণা দিয়েছেন তিনি জয়ী হলে অ্যাসাঞ্জের নির্বাসনের সমাপ্তি টানবেন। তিনি বিনয়ের সঙ্গে অ্যাসাঞ্জকে ৩০ দিনের মধ্যে দূতাবাস ছাড়তে অনুরোধ করবেন। তিনি মনে করেন, লন্ডন দূতাবাসে অ্যাসাঞ্জের অবস্থানের কারণে দেশের মানুষের করের টাকা ব্যয় হচ্ছে।

আর বর্তমান ক্ষমতাসীন দলের নেতা লেনিন মোরেনো জানিয়েছেন, নির্দিষ্ট শর্তে অ্যাসাঞ্জকে দূতাবাসে অবস্থান করতে দেওয়ার পক্ষপাতী তিনি। বলেছেন, আমরা সব সময় সতর্ক থাকব এবং আমাদের বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য অ্যাসাঞ্জের প্রতি আহ্বান জানাব।

সর্বশেষ জরিপে, মোরেনো প্রতিদ্বন্দ্বী লাসোর চেয়ে অন্তত ৪ শতাংশ এগিয়ে রয়েছেন। যদিও এর আগের জরিপগুলোতে লাসো এগিয়ে ছিলেন।

এ জন্য নির্বাচনের ফল অ্যাসাঞ্জের আইনজীবীরা উদ্বিগ্ন। জেনিফার রবিনসন বলেছেন, ইকুয়েডর সরকার অ্যাসাঞ্জকে যে নিরাপত্তা দিয়েছে তা প্রেসিডেন্ট প্রার্থীদের একজন প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় অবশ্যই আমরা উদ্বিগ্ন। কোনও সরকারের উচিত নয় রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে রাজনীতি করা। আন্তর্জাতিক আইনেই অ্যাসাঞ্জকে শরণার্থী হিসেবে দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে। ইকুয়েডর সরকার অ্যাসাঞ্জের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য।

প্রসঙ্গত, ২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠা করেন জুলিয়ান। একটি ধর্ষণ মামলা দিয়ে ২০১০ সালে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ১৯ জুন গ্রেফতার এড়াতে অ্যাসাঞ্জ স্বেচ্ছায় ইকুয়েডর দূতাবাসে যান। তারপর দীর্ঘ চার বছর কেটে গেলেও তিনি আর সেখান থেকে বের হতে পারেননি। ওই দূতাবাসে একটি ঘরকে শয়নকক্ষ ও অফিস হিসেবে ভাগ করে ব্যবহার করতে পারেন তিনি। সূত্র: গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা