X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দুর্ভিক্ষের অশনিসংকেত, তবু থামছে না ইয়েমেন যুদ্ধ

ফাহমিদা উর্ণি
০২ এপ্রিল ২০১৭, ২১:১৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৬:৫৬
image

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গৃহযুদ্ধকবলিত ইয়েমেন। তবুও বিস্তৃত হচ্ছে মার্কিন সামরিক অভিযান। দুর্ভিক্ষের অশনিসংকেত যুদ্ধ থামাতে পারেনি। বরং দিনকে দিন বাড়ছে ছায়াযুদ্ধের শঙ্কা। ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটকে শুরু থেকেই সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে তৎপর ট্রাম্প প্রশাসন। দেশটিতে ‘শত্রু’ এলাকা ঘোষণা করে নির্বিচারে অভিযান চালাতে চান ট্রাম্প। নির্বিচার অভিযানের সিদ্ধান্ত বাড়িয়েছে বেসামরিক মৃত্যুর শঙ্কা। যুদ্ধ আর দুর্ভিক্ষের দোলাচলে অনিশ্চয়তায় থাকা বেসামরিক ইয়েমেনিদের জীবন ক্রমাগত ছুটছে আরও অনিশ্চয়তার দিকে।   

যুদ্ধ আর দুর্ভিক্ষের মরণঘাত শিশুদেরকেই বেশি বিপন্ন করেছে
জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার তথ্যমতে, ইয়েমেন এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। সংস্থাটির মতে, ২ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে দেশটির অন্তত ১ কোটি ২০ লাখ মানুষ দুর্ভিক্ষের হুমকির মুখে পড়েছেন। যত দিন যাচ্ছে, অবস্থা ততই শোচনীয় হয়ে পড়ছে। সংস্থাটির তথ্য মতে, ইয়েমেনে অন্তত ৩৩ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে শিশুর সংখ্যা ২১ লাখ। ৫ বছরের নিচের ৪ লাখ ৬০ হাজার শিশু অপুষ্টিজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। মোট নাগরিকের ৫৫ শতাংশই ন্যূনতম স্বাস্থ্যসেবা বঞ্চিত।

এদিকে গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষকবলিত ইয়েমেনে অব্যাহত রয়েছে মার্কিন সমর্থিত সৌদি জোটের হামলা। পাশাপাশি ‘সন্ত্রাসবিরোধী অভিযানের নামে প্রত্যক্ষ মার্কিন হামলাও রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, এ মাসে সমগ্র ইয়েমেনজুড়ে ৪৯টিরও বেশি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক বছরে এতো বেশি সংখ্যক হামলা এর আগে কখনও চালায়নি যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে ইয়েমেনে সন্দেহভাজন আল কায়েদাকে লক্ষ্য করে চলমান মার্কিন বিমান হামলার খবরটি নিশ্চিত করা হয়েছে। 

যুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনের শিশুরাও

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের কাছে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনায় সক্ষম অস্ত্র বিক্রির প্রক্রিয়া নতুন করে শুরু করার অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি আবার সৌদি নেতৃত্বাধীন জোটের হাউথি বিদ্রোহ দমনে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও বেশি সরঞ্জাম ও বুদ্ধিভিত্তিক সহায়তা দিচ্ছে। এ হাউথি বিদ্রোহীদের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করা হয়। 

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কারী জেমি ম্যাক গোল্ডরিক জানান, মানুষের খাদ্য ও স্বাস্থ্যগত সহায়তার জন্য জরুরি ভিত্তিতে ২১০ কোটি ডলার প্রয়োজন। যা যুদ্ধবিধ্বস্ত দেশটির পক্ষে বহন করা সম্ভব নয়। জাতিসংঘের জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী স্টিফেন ও’ব্রায়ান বলেন, ‘চলমান অবস্থার উত্তরনে জরুরি ভিত্তিতে উদ্যোগ না নিলে, ২০১৭ সালের শেষ নাগাদ দুর্ভিক্ষের মুখে পড়বে দেশটি।’ গত ৮ ফেব্রুয়ারি দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, জরুরি ভিত্তিতে ১ কোটি ৯০ লাখ নাগরিকের মানবিক সহায়তা প্রয়োজন। যা দেশটির মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি। অর্ধেকেরও বেশি মানুষের চিকিৎসা সুবিধা বন্ধ হয়ে গেছে।

ইয়েমেনে বিপন্ন যুদ্ধজীবন

তবে এই বিপন্ন বাস্তবতাতেও থামছে না যুদ্ধ। মার্কিন নেতৃত্বাধীন সৌদি জোটের বিমান হামলাও অব্যাহত রয়েছে। আরও বিস্তৃত হতে যাচ্ছে সেই অভিযান। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বলেছে, পারস্য উপসাগরীয় দেশগুলোতে অস্ত্র বিক্রিতে ভেটো দিতে। তাদের যুক্তি যদি এসব দেশে অস্ত্র বিক্রি করা হয় তাহলে তা ব্যবহৃত হতে পারে ইয়েমেনে। এর সঙ্গে ইয়েমেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র।

মার্কিন সমর্থিত অবরোধের কারণে খাদ্য ও মৌলিক পণ্যের বেচাকেনা বাধাগ্রস্ত হচ্ছে। শুরু হয়েছে তীব্র খাদ্য সংকট। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের অভিযানের মুখে ধ্বংস হয়েছে অসংখ্য স্কুল, কলেজ, হাসপাতালসহ সামাজিক স্থাপনা। সবমিলিয়ে দুর্বিষহ অবস্থায় দিন কাটছে ইয়েমেনবাসীর। জাতিসংঘের সাবেক কর্মকর্তা ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের চেয়ারম্যান জেন এজিল্যান্ড বলেন, ‘বোমা হামলা মানুষকে যদি নাও মেরে ফেলে, অনাহারের কারণে ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যু এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনে।’

যুদ্ধযাপনকারী শিশুর জীবনের আর্তি, বাঁচার রসদ পাওয়ার আশা

সরেজমিন ইয়েমেন পরিদর্শন শেষে আইরিশ বংশোদ্ভূত ফ্রিল্যান্স ব্রিটিশ সাংবাদিক আয়োনা ক্রেইগ সংবাদমাধ্যমকে সেখানকার মানুষের বিপন্নতার কথা বলেছেন। ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দ্য টাইমস লন্ডন-এর ইয়েমেন প্রতিনিধি হিসেবে সানায় নিয়োজিত ছিলেন তিনি। গত মাসে তিনি আবারও ইয়েমেনে গিয়েছিলেন। দুর্ভিক্ষের অনশিসঙ্কেত আর গৃহযুদ্ধে জর্জরিত মধ্যপ্রাচ্যের ওই দেশটিকে নিয়ে তিনি কথা বলেছেন মার্কিন বিকল্প সংবাদমাধ্যম ডেমোক্র্যাসি নাউ-এর সঙ্গে। আয়োনা ক্রেইগ ডেমোক্র্যাসি নাউকে ইযেমেনের মানবেতর পরিস্থিতির কতা বর্ণনা করেন। তিনি বলেন, ‘আমি বেশ কয়েকটি এলাকায় গেছি। সেগুলো দুর্গম এরাকা, সেখানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন এমন কিছু মানুষের বসবাস। তারা খাবার, এমনকি পানি পর্যন্ত পেতে তাদের রীতিমত বেগ পেতে হচ্ছে। এরমধ্যেই আবার সামরিক অভিযানের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে। গত জানুয়ারিতে আমি যখন ইয়েমেনে ছিলাম তখন আবার রেড সী কোস্টে নতুন অভিযান শুরু হয়।’ 

আয়োনা জানান, অবিশ্বাস্যরকমের দুর্গম এলাকাগুলোতে প্রচুরসংখ্যক বেসামরিক লোকজন সরে যেতে বাধ্য হচ্ছেন। সেখানে তাদের সহায়তা দেওয়ার মতো কিংবা আশ্রয় দেওয়ার মতো কোনও মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠান নেই। সেকারণে বেসামরিক ব্যক্তি আদতে কোন পক্ষ তা আর কোনও বিষয় থাকছে না। দুই পক্ষের মাধ্যমেই ভুক্তভোগী হছে তারা। খাবার যোগানো কিংবা খাবার কিনতে অর্থ যোগাতে প্রচণ্ডরকমের হিমশিম খাচ্ছে জনগণ। কেননা, সরকারি চাকুরীজীবীদের অনেকে ছয়-সাত মাস ধরে বেতন পান না। আর তাতে লোকজনের মালামাল কেনার সক্ষমতা কমে গেছে। এমনকি সংঘাতমুক্ত এলাকায় খাবার মিললেও তা কেনার সামর্থ্য মানুষের নেই।’ তিনি আরও জানান, ইয়েমেনের জনগণ এখন যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত। কবে এ যুদ্ধ শেষ হবে তার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছে তারা। তবে রাজনৈতিক পক্ষগুলোর দিক থেকে যুদ্ধ অবসানের কোনও ইঙ্গিত নেই বলে উদ্বেগ জানিয়েছেন ক্রেইগ। এমনকি যুদ্ধরত পক্ষগুলো জাতিসংঘের দূতের সঙ্গে পর্যন্ত আলোচনায় জড়াতে রাজি হননি বলে উল্লেখ করেন তিনি। ওই দূতকে ইয়েমেনের সংঘাতের অবসানে একটি রাজনৈতিক সমাধানের চেষ্টা করার দায়িত্ব দিয়েছিল জাতিসংঘ।
/বিএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!