X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাশিয়ায় মেট্রো স্টেশনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৭, ০২:১১আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ০২:১৯

রাশিয়ায় মেট্রো স্টেশনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন ৪৫ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে হতাহতের এ সংখ্যা জানিয়েছে রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, বিস্ফোরণের কারণ খুঁজছে রাশিয়া। প্রাথমিকভাবে একে ‘জঙ্গি হামলা’ বলে সন্দেহ করা হচ্ছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।

হামলার পর স্থানীয় গভর্নর অফিস থেকে বলা হয়েছিল, এ ঘটনায় ১০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। তবে এর কিছুক্ষণ পরে এক বিবৃতিতে রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি-টেরোরিজম কমিটি (এনএসি) জানায়, ‘সেন্ট পিটার্সবার্গ মেট্রো বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত ও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। আহতদের কারও কারও অবস্থা গুরুতর। আহতদের সবাইকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।’ রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওই বিস্ফোরণে ৪৭ জন আহত হওয়ার কথা জানিয়েছেন। সর্বশেষ বিবিসি ও স্পুটনিক-এর প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় নিহতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।

ন্যাশনাল অ্যান্টি-টেরোরিজম কমিটি (এনএসি) দাবি করেছে, ‘অচেনা বিস্ফোরক’ ব্যবহৃত হয়েছে রেল স্টেশনের ওই বিস্ফোরণ ঘটাতে। তারা জানিয়েছে, সোমবার ট্রেনটি যখন সেন্ট পিটার্সবার্গ মেট্রোর তেখনোলোজিচেস্কি ইন্সটিটিউট এবং সেনায়া প্লোশচাদ এর মধ্যকার স্টেশনগুলোতে চলাচল করছিল তখন ওই বিস্ফোরণ হয়।

এনএসি বলছে, সেন্ট পিটার্সবার্গ সিস্টেমের অপর এক স্টেশনে আরেকটি গণবিধ্বংসী বিস্ফোরক পাওয়া গেছে অবিস্ফোরিত অবস্থায়। এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বিস্ফোরণের পেছনকার সম্ভাব্য সব কারণ খুঁজে দেখা হবে। তবে সবার আগে বিবেচনা করা হবে, হামলাটি জঙ্গি হামলা কিনা।  

এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সন্ত্রাসবাদসহ সম্ভাব্য সব কারণকে মাথায় রেখে তদন্ত চলবে। পুতিন বলেন, ‘তদন্তই সব বলবে। সম্ভাব্য সব দিক মাথায় রেখে তদন্ত চালাব আমরা। তবে শুরুতেই আমরা দেখতে চাইব, হামলাটি সন্ত্রাসবাদী ধারার কিনা।’

ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে জানান, ঘটনার সময় পুতিন সেন্ট পিটার্সবার্গেই ছিলেন। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোর সঙ্গে বৈঠক করতে তিনি সেন্ট পিটার্সবার্গ যান।

এদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মেট্রো স্টেশনে বিস্ফোরণকে কারণ দেখিয়ে দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।সোমবার রাশিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ ভ্রমণ সতর্কতা দেওয়া হয়। বলা হয়, মার্কিন নাগরিকদের বিস্ফোরণের এলাকাগুলো এড়িয়ে চলা উচিত। সূত্র: বিবিসি, ইন্ডিপেনডেন্ট।

/এমপি/

সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা