X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-শি জিনপিং বৈঠকে বাণিজ্য সহযোগিতার ওপর গুরুত্বারোপ

বিদেশ ডেস্ক
০৭ এপ্রিল ২০১৭, ২৩:০৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ২৩:০৯

শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন চীনা প্রেসিডেন্ট। এছাড়া স্পর্শকাতর নিরাপত্তা ইস্যু নিয়েও কথা হয় দুই নেতার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ট্রাম্পের সঙ্গে শি জিনপিং-এর এটাই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। এ বৈঠকে ট্রাম্পকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান চীনা প্রেসিডেন্ট। এর আগে বৃহস্পতিবার ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে চীনা নেতাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট। পর আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেন দুই নেতা। দুই দেশের ফার্স্ট লেডিরাও এ ডিনারে যোগ দেন। এ সময় শি জিনপিং-এর সঙ্গে নিজের ‘বন্ধুত্ব গড়ে উঠেছে’ বলে মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, তার প্রত্যাশা চীন উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে নিবৃত্ত করবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং-এর দুই দিনের এ সফরে বড় ধরনের কোনও চুক্তির সম্ভাবনা নেই। তবে দুই পক্ষই বাণিজ্যিক সম্পর্কোন্নয়নের দিকে মনোযোগী হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বরা হয়েছে, শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে সঠিক পথে রাখার হাজারো কারণ রয়েছে। আর এ সম্পর্ক বিনষ্টের একটিও কারণ নেই।

দুই নেতার সাক্ষাতের আগে এক নিয়মিত ব্রিফিংয়ে এ বৈঠক নিয়ে কথা বলেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং। তিনি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক নিয়ে যে সমস্যা রয়েছে, তা উভয় পক্ষের জন্য সম্মানজনক ও পারস্পরিক লাভজনক পন্থায় সমাধান করা উচিত। একইসঙ্গে চীন-মার্কিন বাণিজ্য সম্পর্কে স্থিতিশীল উন্নয়ন অব্যাহত রাখা জরুরি।’

হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, ‘ট্রাম্প চীনের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ সুসম্পর্ক বজায় রাখতে চান। তবে মার্কিন শ্রমিকরা যেসব  চ্যালেঞ্জ ও সমস্যার মুখোমুখি হচ্ছেন, তার সমাধানের বিষয়টিও তিনি নিশ্চিত করতে চান।’

চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝেং জেগুয়াং বলেন, ‘আমরা জানি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি আছে। তবে এর মূল কারণ হলো দুটি দেশের মধ্যকার আর্থিক কাঠামোর ভিন্নতা। চীন ইচ্ছাকৃতভাবে বাণিজ্য ঘাটতি তৈরি করেনি। আমরা ইচ্ছাকৃতভাবে রফতানি বাড়াতে মুদ্রা নিয়ন্ত্রণ করিনি। এটা আমাদের নীতি নয়।’ সূত্র: রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস।

/এমপি/

সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা