X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মিসরে গির্জায় বোমা হামলার পর সেনা মোতায়েন

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০১৭, ২২:২৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২৩:২৫

বোমা হামলার পর বিধ্বস্ত তান্তা গির্জা মিসরের গির্জায় বোমা হামলার পর সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রবিবার প্রার্থনা চলাকালে তান্তা আর আলেক্সান্দ্রিয়ায় পৃথক দুই বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জন। আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস তাদের কথিত নিজস্ব বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সিতে ওই হামলার দায় স্বীকার করেছে।  

হামলার পর প্রেসিডেন্ট সিসি নিন্দা জানান এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলে জরুরি বৈঠক ডাকেন।  বৈঠকের পর বিবৃতিতে সেনা মোতায়েনের নির্দেশের কথা বলা হয়েছে। বিবৃতিতে সেনারা পুলিশকে সহযোগিতা করবে বলে উল্লেখ করা হয়েছে।

সিসি বলেন, এই হামলা আমাদের নিরাপত্তা, স্থিতিশীলত ও উন্নয়নের জন্য আরও কঠোর ও দৃঢ় করে তুলবে।

হামলার কয়েক ঘণ্টার মধ্যে কয়েকহ হাজার শোকাতুর মানুষ তান্তা গির্জার সামনে জড়ো হয়েছেন। তাদের অনেকেই ফুঁপিয়ে কাঁদছিলেন। অনেকে শোকের কালো রঙের পোশাক পরে হাজির হয়েছেন।

মিসরে গির্জায় বোমা হামলার পর সেনা মোতায়েন

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রবিবার কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে তান্তা শহরের একটি গির্জায় প্রথম বিস্ফোরণটি হয়। ওই ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে অন্তত ৭৮ জন।

তান্তার বিস্ফোরণের কয়েক ঘণ্টার মাথায় আলেক্সান্দ্রিয়ায় দ্বিতীয় বিস্ফোরণটি হয়। এটি ছিল একটি আত্মঘাতী বোমা হামলা হয়। ওই হামলায় ১৬ জন নিহত হয়। তিন পুলিশ কর্মকর্তাসহ আহত হয় ৩৫ জন। সব মিলে দুই হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৪৫ জনে।

হামলার ঘটনায়  দায় স্বীকার করে আমাক-এ আইএস’র পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘আইএস-এর একটি দল তান্তা ও আলেক্সান্দ্রিয়া শহরের গীর্জায় দুটি হামলা চালিয়েছে।’

খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টারের মাত্র এক সপ্তাহ আগে মিসরে এই বিস্ফোরণ ঘটল। চলতি মাসেই পোপ ফ্রান্সিসের মিসর সফরে আসার কথা হয়েছে। সূত্র: রয়টার্স, গার্ডিয়ান, বিবিসি।

/এএ/

সম্পর্কিত
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সর্বশেষ খবর
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী