X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের কনিষ্ঠতম শান্তিদূত হিসেবে মালালার যাত্রা শুরু

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৭, ১৪:০৩আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৪:৫৪
image

মালালার হাতে সম্মাননা তুলে দিচ্ছেন আন্তোনিও গুতেরেস শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের শান্তিদূত বা ‘ইউএন মেসেঞ্জার অব পিস’ করা হয়েছে। নতুন দায়িত্বের অংশ হিসেবে পুরো বিশ্বে নারী শিক্ষা প্রচারে কাজ করবেন মালালা। জাতিসংঘ শান্তিদূতের দায়িত্ব পালন করা ব্যক্তিদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  শুক্রবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক ১৯ বছর বয়সী মালালাকে শান্তির দূত করার ঘোষণা দিয়েছিলেন। আর সোমবার (১০ এপ্রিল) মালালাকে আনুষ্ঠানিকভাবে শান্তির দূত হিসেবে নিয়োজিত করা হয়। 

যুক্তরাজ্যের এক বিশ্ববিদ্যালয়ে এ-লেভেলে অধ্যয়নরত ১৯ বছর বয়সী মালালা জাতিসংঘ শান্তিদূত হিসেবে নারীশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে জানা গেছে।

নিউ ইয়র্কে জাতিসংঘের এই সম্মাননা গ্রহণ করে মালালা বলেন, ‘পরিবর্তনের শুরু আমাদের সঙ্গে আসে এবং আমাদেরকে শুরুটা এখনই করতে হবে। আপনারা (মেয়েরা) যদি নিজের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান, তবে আপনাদেরই তার জন্য এখন থেকে কাজ শুরু করতে হবে, অন্য কারও জন্য অপেক্ষা করা যাবে না।’

২০১২ সালে নারীশিক্ষা এবং মেয়েদের স্কুলে যাওয়া অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় পাকিস্তানের কিশোরী মালালাকে গুলি করে হত্যার চেষ্টা করে তালেবান হামলাকারীরা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “মালালা ইউসুফজাইকে সম্ভবত পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় – ‘সবার জন্য শিক্ষা’-র প্রতীক বানানো হয়েছে।”

এর আগে মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী, জর্জ ক্লুনি, অভিনেতা মাইকেল ডগলাস, লিওনার্দো ডি’ক্যাপ্রিওকেও জাতিসংঘ শান্তিদূত করা হয়েছিল।

২০১২ সালে নারীশিক্ষা এবং মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় পাকিস্তানের কিশোরী মালালাকে গুলি করে হত্যার চেষ্টা করে তালেবান জঙ্গিরা। মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার পর আবারও নারী শিক্ষা ও নারী অধিকার নিয়ে কাজ শুরু করেন তিনি। এর স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে মালালা ইউসুফজাই নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, জাতিসংঘ শান্তিদূত নির্ধারিত হন শিল্প, সাহিত্য, বিজ্ঞান, বিনোদন, খেলা অথবা অন্য কোনও ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের মধ্য থেকে।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!