X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কূলভূষণের মৃত্যুদণ্ডের পরিণতি হবে ভয়াবহ: পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
১১ এপ্রিল ২০১৭, ১৯:২৫আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৯:২৯
image

কূলভূষণ ও সুষমা গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক ভারতীয় নৌ কর্মকর্তা কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে পাকিস্তানকে চরম পরিণাম ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। কূলভূষণ যাদবের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে ভারত সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে খবরটি জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ মার্চ কূলভূষণকে বেলুচিস্তানের মাসকেল এলাকা গ্রেফতার করা হয়। পাকিস্তানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। সোমবার (১০ এপ্রিল) পাকিস্তানের সেনা প্রধান জাভেদ বাওজা সামরিক আদালতে কূলভূষণের ফাঁসির রায় চূড়ান্ত করেন। আর এ নিয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) ভারতের পার্লামেন্টে তুমুল আলোচনা হয়।  সেসময় পাকিস্তানের বিরুদ্ধেক্ষোভ জানিয়ে সুষমা স্বরাজ বলেন, ‘আমি পাকিস্তান সরকারকে সতর্ক করে দিয়ে বলতে চাই, এ ব্যাপারে তারা যদি আর এগোয়, তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কে যে প্রভাব পড়বে, সেটা যেন তারা চিন্তা করে।’

কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা ‘পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে বিবেচিত হবে বলেও উল্লেখ করেন সুষমা।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ফাঁসি রুখতে যত দূর যাওয়ার সম্ভব, তত দূরই যাবে ভারত সরকার। রাজনাথ বলেন, ‘ভারত এই প্রাণদণ্ডের রায়ের কঠোর নিন্দা করছে। এক্ষেত্রে আইন ও বিচারের বুনিয়াদি রীতিনীতিগুলিও মানা হয়নি। আমি পার্লামেন্টকে প্রতিশ্রুতি দিচ্ছি, কুলভূষণ যাদব যাতে বিচার পান, তা নিশ্চিত করতে যা কিছু করা দরকার, সরকার তাই করবে।’

ভারত স্বীকার করেছে কূলভূষণ একজন সাবেক নৌবাহিনীর কর্মকর্তা। তবে সরকারের কোনও কর্মকাণ্ডে কূলভূষণের জড়িত থাকার কথা অস্বীকার করেছে ভারত। 

/এফইউ/

সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!