X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় ‘রাসায়নিক হামলা লুকানোর জন্য’ রাশিয়াকে দুষছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৭, ০৮:৪৪আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৪:৫৫
image

ট্রাম্প-পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ায় সন্দেহভাজন রাসায়নিক গ্যাস হামলা লুকানোর অভিযোগ করেছে রাশিয়ার বিরুদ্ধে। এমন এক সময়ে এ অভিযোগ তোলা হলো, যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি রুশ সমর্থনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর বক্তব্য নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রাশিয়া সফরে যাচ্ছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, ৪ এপ্রিল বিদ্রোহীদের দমন করতে ইদলিবে সারিন গ্যাস হামলা চালায় সিরিয়ার আসাদ সরকার। এতে অন্তত ৮৯ জন নিহত হন।

ওই কর্মকর্তারা অভিযোগ করেন, ‘রাশিয়া বারবার সিরীয় সরকারের আগ্রাসী কর্মকাণ্ডের বিপরীতে বিতর্কিত বক্তব্য তুলে ধরে। সর্বশেষ খান শেইখুনে রাসায়নিক হামলার পরও তারা এ কাজটাই করেছে।’
এক কর্মকর্তা বলেন, ‘এটা পরিষ্কার যে, সেখানে যা হয়েছে, রাশিয়া তা লুকিয়ে রাখতে চায়।’  
উল্লেখ্য, মার্কিন ও পশ্চিমা দেশগুলো যখন আসাদ সরকারের বিরুদ্ধে রাসায়নিক গ্যাস হামলার অভিযোগ তুলছে, তখন রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ওই বিদ্রোহীরাই বিষাক্ত রাসায়নিক মজুদ করে রেখেছিল। আর আসাদের অনুগত বাহিনী বিমান হামলা চালানোর পর ওই রাসায়নিক থেকে বিষক্রিয়া ছড়ায়।

হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার পরে সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া কোনও বিচ্ছিন্ন দ্বীপ নয় যে, তারা না জেনে সিরিয়ায় যা হয়েছে, তার পরেও আসাদকে সমর্থন দিয়ে যাবে।’

উল্লেখ্য, ওই সইন্দেহভাজন রাসায়নিক হামলার অভিযোগে গত শুক্রবার সিরিয়ার শায়রাত বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন ভোরে দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া