X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিশ্চিতভাবেই আসাদ বিষাক্ত রাসায়নিকের হামলায় জড়িত: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৭, ১৬:০০আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৬:০০
image

নিশ্চিতভাবেই আসাদ বিষাক্ত রাসায়নিকের হামলায় জড়িত: যুক্তরাষ্ট্র

সিরিয়ার ইদলিব প্রদেশের রাসায়নিক গ্যাসের হামলায় আসাদ সরকারের সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত যুক্তরাষ্ট্র; দাবি করেছেন ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। আগেও তারা এমন হামলা চালিয়েছে বলে দাবি করেন ম্যাটিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ম্যাটিস এসব কথা বলেছেন।

সিরিয়ার স্থানীয় সময় শুক্রবার ভোররাতের দিকে হোমস প্রদেশের আল-শায়রাত বিমানঘাঁটিতে আছড়ে পড়ে ৫৯টি মার্কিন ক্ষেপণাস্ত্র। ওই বিমানঘাঁটিতে বিপুল পরিমাণ রুশ সেনার উপস্থিতি থাকলেও হতাহতের মধ্যে কোনও রুশ সেনা ছিল না। আবার হতাহতের সংখ্যার সঙ্গে হামলার ব্যাপকতাও সাজুয্যপূর্ণ মনে হয়নি। ৫৯টি ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত হয় কেবল ৬ জন সিরীয় সেনা। ম্যাটিস বলেন, রাসায়নিক গ্যাস হামলার ব্যাপারে স্বাধীনভাবে তদন্ত হয়েছে। আর এই হামলার সিদ্ধান্ত ও হামলার জন্য সিরিয়ান সরকারই দায়ী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, হামলার জবাবে সিরিয়ার বিমানঘাঁটিতে টমহক মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাটিস বলেন, ‘আমরা ভেবেছি তাদেরকে সামরিক জবাব দেওয়াই ঠিক হবে যেন পরবর্তীতে এমন কিছু না করে তারা।’ তিনি আরও বলেন, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াই এখনো তাদের মূল বিবেচ্য।

তবে রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করে আসছে সিরিয়া ও রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিবির পুতিন জানান, যুক্তরাষ্ট্র আগেই ঠিক করে রেখেছিল যে তারা মিসাইল হামলা চালাবে। এজন্য রাসায়নিক হামলার নাটক তৈরি করে তারা।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরোভের সঙ্গে দেখা করতে মস্কো সফরে গেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন। তার সফরের কয়েকঘন্টা আগেই এই মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে তারা এমন আরও পরিকল্পনা করছে। সিরিয়ার দামেস্কের দক্ষিণাঞ্চলে এমন কিছু করতে যাচ্ছে তারা যেন সিরিয়ান সরকারকে দোষারোপ করতে পারে।’ তবে তার এই বক্তব্যের পক্ষে কোনও প্রমাণ দেখাননি পুতিন।

ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর টিলারসনই প্রথম কোনও উচ্চপদস্থ কর্মকর্তা যিনি মস্কো সফর করছেন। রাশিয়ার সঙ্গে সম্পোর্কন্নয়ের উদ্দেশ্যে মস্কো সফর করলেও পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। মঙ্গলবার জি-সেভেন সম্মেলনে টিলারসন বলেছিলেন তারা আশা করছেন আসাদ সরকারের প্রতি সমর্থন উঠিয়ে নেবে রাশিয়া। তিনি বলেন, ‘এটা এখন স্পষ্ট যে আসাদ পরিবারের ক্ষমতা ছাড়ার সময় এসে গেছে। আমরা আশা করছি রুশ সরকারও আসাদ সরকার থেকে তাদের সমর্থন উঠিয়ে নেবে।’

সূত্র: আল-জাজিরা

/এমএইচ/বিএ/

 

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না