X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিরিয়ার সম্ভাব্য রাসায়নিক হামলার তদন্তে তুরস্কে বিশেষজ্ঞ দল

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৭, ১৫:৪৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৫:৪৬
image

ইদলিবে হামলার পরবর্তী ছবি সিরিয়ায় সম্প্রতি হওয়া সম্ভাব্য রাসায়নিক হামলার তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণকারী সংস্থা ওপিসিডব্লিউ-এর একটি সত্য অনুসন্ধানকারী দলকে তুরস্কে পাঠানো হয়েছে। সেখান থেকে তারা বায়োমেট্রিক নমুনা সংগ্রহ করবেন এবং ঘটনার ভয়াবহতা থেকে বেঁচে যাওয়াদের সাক্ষাৎকার নেবেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সংশ্লিষ্ট এক সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

গত ৪ এপ্রিল তুরস্ক সীমান্ত সংলগ্ন ইদলিব প্রদেশের খান শেইখোন শহরে গ্যাস হামলা। এটি সারিন গ্যাস হামলা ছিল বলে শুরু থেকেই সন্দেহ করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, ২০১৩ সালের আগস্টে সারিন গ্যাস হামলার অভিযোগ ওঠার পর এটিই সবচেয়ে ভয়াবহ রাসায়নিক হামলা। এবারের হামলায় প্রাণহানির সংখ্যা ৮৭। আসাদবিরোধী বিদ্রোহীরা এই হামলায় সরকারী বাহিনী ও রাশিয়াকে দুষলেও এই দাবি অস্বীকার করেছে সিরীয় সেনাসূত্র ও রুশ কর্তৃপক্ষ। হামলায় প্রাণহানির ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়। ওই হামলায় সিরিয়ার বিদ্রোহীদের দায়ী করে রাশিয়া। মস্কোর দাবি, বিদ্রোহীরা ওই রাসায়নিক গ্যাস মজুত করে রেখেছিল। সিরীয় বিমান হামলায় সেই গুদাম আক্রান্ত হলে বিস্ফোরণ ঘটে। তবে রাশিয়ার এমন দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করে নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলো। তারা আসাদকে থামাতে রাশিয়ার প্রতি আহ্বান জানায়। ইতালিতে অনুষ্ঠিত জি সেভেন বৈঠকে রাশিয়ার ওপর সেই চাপ আরও জোরালো করা হয়েছে।

এই প্রেক্ষাপটে ওই হামলাটি রাসায়নিক হামলা ছিল কিনা তা তদন্তে তুরস্কে সত্য অনুসন্ধানকারী দল পাঠিয়েছে ওপিসিডব্লিউ। হেগভিত্তিক এ সংস্থার সদস্যরা নমুনা সংগ্রহ করবেন এবং ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেবেন। রয়টার্স জানিয়েছে, হামলায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা কেবল তাই নির্ধারণ করবে এ দলটি। তবে এ হামলার দায় কার তা এ সংস্থা খুঁজে বের করবে না। তদন্ত প্রতিবেদন দিতে তিন-চার সপ্তাহ সময় লাগতে পারে বলেও জানিয়েছে রয়টার্স।

সিরিয়ার সাম্প্রতিক সম্ভাব্য রাসায়নিক হামলার জন্য দেশটির সরকারকে দায়ী করে একটি সিরীয় বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে,হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রয়োজনে আরও হামলা হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘে নিয়োজিত মার্কিন দূত।

/এফইউ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!