X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডর্টমুন্ড হামলায় আটক ইরাকি ব্যক্তি ‘আইএস সদস্য'

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৭, ১৬:৫৭আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৬:৫৯

ডর্টমুন্ড হামলায় আটক ইরাকি ব্যক্তি ‘আইএস সদস্য' জার্মান ফুটবল ক্লাব ডর্টমুন্ড বরুশিয়ার বাসে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তি ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সদস্য ছিল। এ তথ্য জানিয়ে তাকে গ্রেফতারের অনুমতি চেয়েছেন জার্মান কৌঁসুলিরা। তবে মঙ্গলবারের হামলায় ওই ব্যক্তির জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

মঙ্গলবার সন্ধ্যায় জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড ফুটবল ক্লাবের বাসের সামনে বিস্ফোরণের ঘটনায় একজন সন্দেহভাজন হিসেবে এই ইরাকি ব্যক্তিকে আটক হয়। জার্মানির কেন্দ্রীয় কৌঁসুলিরা জানিয়েছেন, আটক ব্যক্তি ব্যক্তি অতীতে ইরাকে আইএস-এর সদস্য ছিল বলে জানতে পেরেছেন তারা। আর এই অভিযোগেই তাকে গ্রেফতারের অনুমতি চাওয়া হয়েছে। তবে সঙ্গে এটাও জানানো হয়েছে যে, আটক ওই ব্যক্তি মঙ্গলবার বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল কিনা, তার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।

জার্মানির আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তির প্রকৃত নাম প্রকাশ করা যায় না। তাই আটক ব্যক্তির নাম ‘আব্দুল বাসেত এ’ হিসেবে উল্লেখ করেছে জার্মানির কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে, আটক ওই ব্যক্তি ইরাকে ১০ জনের এমন এক কমান্ডো দলের নেতৃত্বে ছিলেন, যাদের কাজই ছিল লোকজনকে অপহরণ এবং হত্যা করা।

জার্মানির আইন অনুযায়ী, গ্রেফতারি পরোয়ানা ছাড়া কোনও ব্যক্তিকে ২৪ ঘণ্টার বেশি আটকে রাখা যায় না। সে কারণেই বৃহস্পতিবার জার্মানির সময় অনুযায়ী বিকেলের দিকে আদালতে আব্দুল বাসেত এ-কে হাজির করে গ্রেফতারি পরোয়ানার চাওয়া হবে। বিচারকের অনুমতি সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের পর শুরু হবে পরবর্তী পর্যায়ের জিজ্ঞাসাবাদ।

এদিকে হামলার দায় স্বীকার করা যে দু’টি চিঠি পাওয়া গিয়েছিল তার মধ্যে একটিকে কৌঁসুলিরা ‘ভুয়া’ মনে করছেন। ফ্যাসিবাদবিরোধী একটি গোষ্ঠীর পক্ষ থেকে চিঠিটি লেখা হয়েছে বলে দাবি করা হয়েছিল৷ তবে ‘আল্লাহর নামে’ লেখা অন্য যে চিঠিটিতে ম্যার্কেলকে সিরিয়ায় মুসলিম হত্যার জন্য দায়ী করা হয়, সেটি নিয়ে এখনও তদন্ত চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ডর্টমুন্ডের ফুটবলাররা চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর সঙ্গে খেলতে বাসে করে নিজেদের স্টেডিয়ামের উদ্দেশে রওয়ানা দেওয়ার কিছুক্ষণ পর বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাসের জানালার কাচ ভেঙে যায়। অন্যান্য খেলোয়াড়রা অক্ষত থাকলেও ডিফেন্ডার মার্ক বার্ত্রা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর রাতেই তার হাতে অস্ত্রোপচার হয়। সূত্র: বিবিসি, ডয়চে ভেলে।

/এএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ