X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আদালতের শরণাপন্ন হলেন ইউনাইটেডের বিমানে হেনস্থার শিকার সেই যাত্রী

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৭, ১৭:৩০আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৭:৩২
image

ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান মারধরের পর ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট থেকে জোর করে নামিয়ে দেওয়ার ঘটনায় এবার যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ারলাইন্সটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছেন ভুক্তভোগী সেই যাত্রী। সেদিনের সেই ফ্লাইটটির সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ ও ফ্লাইট রেকর্ড সংরক্ষণের জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষকে নির্দেশ দিতে আদালতের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল সন্ধ্যায় শিকাগো থেকে লুইসভিলেগামী ইউনাইটেড এয়ারলাইন্সের এক ফ্লাইটে  ডেভিড ডাও নামের এক যাত্রীকে অপদস্ত করা হয়। বিমানের ভেতর থেকে ধারণ করা করা এক ভিডিও ফুটেজে দেখা যায়,এক ব্যক্তিকে জোরপূর্বক তার আসন থেকে তুলে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হচ্ছে। ৫০ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজটি সামাজিকমাধ্যম টুইটারে প্রকাশের পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রেক্ষাপটে, বুধবার  ইলিনয় অঙ্গরাজ্যের আদালতের শরণাপন্ন হন ডেভিডের আইনজীবী। ঘটনার প্রমাণ হিসেবে যে নজরদারি ফুটেজ, ককপিট ভয়েস রেকর্ডিং, যাত্রী ও ক্রুদের তালিকাসহ ইউনাইটেডের ৩৪১১ ফ্লাইটের সঙ্গে সংশ্লিষ্ট অন্য উপকরণগুলো সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। আইনজীবীর দাবি, প্রমাণগুলো নষ্ট হলে তার মক্কেলকে গুরুতর ক্ষতির সন্মুখীন হওয়া লাগতে পারে।

এদিকে বুধবার এবিসি নিউজকে সাক্ষাৎকার দেওয়ার সময় ডেভিড, তার পরিবার ও ইউনাইটেডের যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন এয়ারলাইন্সটির প্রধান নির্বাহী অস্কার মুনোজ। এ ঘটনাকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন তিনি। ইউনাইটেড এয়ারলাইন্সের সিইও এক বিবৃতিতে বলেন,‘ওই ঘটনা দেখার পর থেকে তা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমরা পুরো ঘটনাটি সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখছি। আর এমন ঘটনা যেন ভবিষ্যতে না হয়,তা নিশ্চিত করছি।’

এর আগে অপর এক বিবৃতিতে ক্ষমা চাইলেও নিজেদের অবস্থানকে সঠিক প্রমাণের চেষ্টা করে অস্কার মুনোজ বলেছিলেন,‘ফ্লাইটের কর্মীরা চারজন যাত্রীকে নেমে যেতে বলেছিলেন,কিন্তু তারা তাতে অস্বীকৃতি জানালে বাধ্য হয়ে নিরাপত্তা কর্মীদের ডাকতে হয়।’ ওই বক্তব্যের পর তীব্র সমালোচনার মুখে পড়েন অস্কার মুনোজ।

নিরাপত্তা কর্মীদের হামলার শিকার ডেভিড ডাও কেন্টাকির এলিজাবেথটাউনের একজন চিকিৎসক। বর্তমানে ডাও শিকাগোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যে ভিডিওর কারণে ইউনাইটেড এয়ারলাইন্সের এই ‘বিতর্কিত’ সেবা পুরো বিশ্বের সামনে আসে, টুইটারে এটি পোস্ট করেছেন জেইসি ডি অ্যানসপাক। তিনি সেখানে লিখেছেন,‘বিমানটি পূর্ণ ছিল। কিন্তু ইউনাইটেড কর্তৃপক্ষ জানায়, চারজন কর্মকর্তাকে পরদিন কাজে যোগ দিতে হবে, তাই আমাদের চারজনকে নিজেদের আসন ছেড়ে দিতে হবে। কেউ আসন ছাড়তে রাজি হয়নি। তাই তারা আমাদেরই বেছে নেয়। তারা এক এশীয় ডাক্তার ও তার স্ত্রীকেও বিমান থেকে নেমে যেতে বলে। ওই ডাক্তার জানায়, তাকে পরদিন হাসপাতালে যেতে হবে, তাই তিনি বিমান থেকে নামবেন না। এর দশ মিনিট পর ওই ডাক্তারের রক্তাক্ত চেহারা দেখা যায়।’

ভিডিওতে ওই ডাক্তারকে চিৎকার করতে শোনা যায়, ‘আমি বাড়ি যেতে চাই।’

ভিডিও প্রকাশের পর সামাজিকমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে ইউনাইটেড এয়ারলাইন্স ও বেসামরিক বিমান কর্তৃপক্ষ।

শিকাগোর বেসামরিক বিমান চলাচল দফতর জানিয়েছে,ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিন নিরাপত্তা কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। মার্কিন পরিবহন দফতর জানিয়েছে,তারা বিষয়টি খতিয়ে দেখছে। কোনও অনিয়ম ধরা পড়লে,সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

/এফইউ/

সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়