X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় মার্কিন হামলায় ‘ভুলে’ ১৮ মিলিশিয়া মিত্র নিহত

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০১৭, ২২:২৫আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ২২:২৮

সিরিয়ায় মার্কিন হামলায় ‘ভুলে’ ১৮ মিলিশিয়া মিত্র নিহত সিরিয়ার তাবকা শহরে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ‘ভুলে’ ওয়াশিংটন সমর্থিত কুর্দি ও আরব বিদ্রোহীদের ১৮ মিলিশিয়া নিহত হয়েছে।  বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বিষয়টি জানা গেছে।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্যস্থল মূলত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর একটি যুদ্ধক্ষেত্র।

এসডিএফ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এমন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেজন্য বিষয়টির তদন্তে জোটের সঙ্গে কাজ করছে তারা। বিবৃতিতে হামলায় হতাহতের বিষয়ে বলা হয়েছে, তাবকায় সামরিক অভিযানে একটি ভুলে মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এর আগে গত মঙ্গলবারও মার্কিন জোট নিজেদের আরেকটি মিত্র বিদ্রোহী গোষ্ঠীর ওপর ‘ভুল’ করে হামলা চালায়। ওই হামলার পর পেন্টাগন জানিয়েছিল, ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করেই তারা সেখানে হামলা চালিয়েছিল।

আইএসের প্রধান ঘাঁটি রাক্কা শহর দখলের জন্য যুদ্ধ করছে মার্কিন সমর্থিত আসাদবিরোধী সিরীয় বিদ্রোহীদের সংগঠন এসডিএফ। ব্যাপক যুদ্ধের মাধ্যমে রাক্কার ৪০ কিলোমিটার পশ্চিমে তাবকা শহর আইএসের কাছ থেকে দখলের চেষ্টা করছে এসডিএফ।

এদিকে, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিষাক্ত গ্যাসের মজুদে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ শতাধিক নিহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে সিরীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার সিরীয় সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, এ ঘটনা প্রমাণ করে যে, আইএস ও আল কায়েদা সমর্থিত জঙ্গিদের কাছে রাসায়নিক অস্ত্র রয়েছে।

রয়টার্সের পক্ষ থেকে অন্য কোনও সূত্র থেকে সিরীয় সেনাবাহিনীর এ দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে পেন্টাগন এ ধরনের হামলার কথা অস্বীকার করেছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা