X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সহিংস মোড় নিলো ট্রাম্পবিরোধী বিক্ষোভ, সংঘর্ষে আহত অন্তত ১১

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ১৯:৪২আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৯:৪৪
image



ট্রাম্পবিরোধী বিক্ষোভকারী আর তার সমর্থকদের মধ্যে সংঘর্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মিছিল ট্রাম্প-সমর্থকদের বাধার মুখে পড়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ‘ট্যাক্স মার্স’ শিরোনামে অনুষ্ঠিত ওই মিছিলে ট্রাম্প সমর্থকরা বাধা দেওয়ার পর সংঘর্ষ হয়। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন।
অবশ্য ক্যালিফোর্নিয়ায় আগে ট্রাম্প সর্মথকরাই সমাবেশের ঘোষণা দেয়। এর কিছু সময়ের মধ্যে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদের নামে ট্রাম্পবিরোধীরা পাল্টা কর্মসূচি হিসেবে ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের দাবিতে ‘ ট্যাক্স মার্স’ করার কথা জানায়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং সে দেশের সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে। দেড় শতাধিত স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে তারা। আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দেড় শতাধিক স্থানে বিক্ষোভ হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের আয়কর বিবরণী প্রকাশ করাটা বাধ্যতামূলক না হলেও ১৯৭২ সালের পর ট্রাম্পই প্রথম কোনও প্রধান রাজনৈতিক দলের প্রার্থী, যিনি আয়কর বিবরণী প্রকাশ করেননি। তখন তিনি এর পক্ষে যুক্তি দেখিয়ে বলেছিলেন, এ সংক্রান্ত নিরীক্ষা সম্পন্ন হওয়ার পরই কেবল আয়কর বিবরণী প্রকাশ করা হবে। কিন্তু নির্বাচনে জয়ের পর শপথগ্রহণের প্রায় তিন মাস হয়ে গেলেও তিনি আয়কর প্রকাশ করেননি।
মধ্য এপ্রিলের মধ্যেই মার্কিনিরা আয়কর হিসাব জমা দেন। কিন্তু ট্রাম্প তা জমা না দেওয়ায় বিরোধীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। ওয়াশিংটনের এক বিক্ষোভকারী চাক ওয়াশ বলেন, ‘আমি মনে করি, তার বিনিয়োগ, অনুদান এবং আয় সম্পর্কে জানার অধিকার আছে আমাদের।’
ট্রাম্পপন্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে ক্যালিফোর্নিয়ায়। সেখান থেকে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ট্রাম্পের উপদেষ্টা কেলিঅ্যান কনওয়ে বলেছেন, ‘ট্রাম্প আয়কর বিবরণী প্রকাশ করবেন না, কারণ মানুষ কাছে এটার কোনও প্রয়োজনীয়তা নেই।’ আয়কর বিবরণী প্রকাশ না করলেও গত মাসে সংবাদমাধ্যমে ট্রাম্পের ২০০৫ সালের আংশিক আয়কর হিবাস ফাঁস হয়। ২০০৫ সালে তার আয় ছিল ১৫ কোটি ডলার। আর তিনি কর দিয়েছেন ৩ কোটি ৮০ লাখ ডলার।
/বিএ/

সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট